ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্যরাতে ভারতের প্রত্যাঘাত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী (Indian Army Attack)। যদিও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু একাধিক সমাজমাধ্যম ও সেনা-ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হচ্ছে, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুর, মুজফ্ফরাবাদ, কোটলি এবং আরও কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
পাকিস্তানের দাবি: ছ’টি জায়গায় ২৪টি হামলা, নিহত ৮ (Indian Army Attack)
পাকিস্তানের আইএসপিআর (Inter-Services Public Relations)-এর ডিরেক্টর জেনারেল বুধবার ভোরে সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতীয় সেনা রাত ১টা নাগাদ পাকিস্তানের ছয়টি স্থানে মোট ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তিনি দাবি করেন, এই হামলায় ৮ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছে তিন বছরের এক শিশু, এক কিশোরী ও এক যুবক। আহত অন্তত ৩১ জন।
মসজিদে হামলার অভিযোগ পাকিস্তানের (Indian Army Attack)
পাক সেনার তরফে জানানো হয়েছে:
- বহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে শুভান মসজিদে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে পাঁচ জন নিহত হন, যাদের মধ্যে রয়েছে একটি শিশু। আহত ৩১ জনের মধ্যে ৬ জন মহিলা।
- মুজাফফরাবাদের বিলাল মসজিদে সাতটি ক্ষেপণাস্ত্র ফেলা হয়। মসজিদটি গুঁড়িয়ে যায়, একজন আহত।
- কোটলির আব্বাত মসজিদে পাঁচটি হামলায় ১৮ বছরের যুবক এবং ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়। এক মহিলা ও তার কন্যা আহত হন।
- মুরিদকেতে উমালকুরা মসজিদে চারটি স্ট্রাইক চালানো হয়। একজন নিহত, দু’জন নিখোঁজ।
- শিয়ালকোটের কোটকি লোহারা গ্রাম এবং শাকারগড়-এও দুটি করে হামলা হয়েছে। তবে এখানে হতাহতের খবর নেই।

‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত হামলা’ (Indian Army Attack)
পাক আইএসপিআর এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতীয় হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “পাকিস্তান এই হামলার যোগ্য জবাব দেবে। পালটা প্রতিক্রিয়া শুরু হয়েছে।”
এতে ভারত-পাক সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন: Mock Drill: ৫৪ বছর পর দেশে ‘ব্ল্যাকআউট’ মহড়া, আপৎকালীন প্রস্তুতিতে কড়া নির্দেশ কেন্দ্রের
উত্তর ভারতের বিমানবন্দরে সতর্কতা, একাধিক ফ্লাইট বাতিল (Indian Army Attack)
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রভাব সরাসরি পড়েছে বেসামরিক বিমান চলাচলে। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোট—এই শহরগুলোর বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগো—তিনটি বড় বিমান সংস্থা জানিয়েছে:
- এয়ার ইন্ডিয়া দুপুর ১২টা পর্যন্ত উত্তর ভারতের সব ফ্লাইট বাতিল করেছে। অমৃতসরগামী আন্তর্জাতিক দুটি ফ্লাইট ঘুরিয়ে আনা হয়েছে দিল্লিতে।
- স্পাইসজেট জানিয়েছে, ধর্মশালা, লেহ, যোধপুর-সহ বহু রুটে সব পরিষেবা বন্ধ।
- ইন্ডিগো জানিয়েছে, তাদের শ্রীনগর, চণ্ডীগড়, অমৃতসর, লেহ, ধর্মশালাগামী ফ্লাইট আপাতত বাতিল।

ভারতের এই প্রত্যাঘাত এবং পাকিস্তানের পালটা প্রতিক্রিয়ার পর উপমহাদেশে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক প্রতিক্রিয়ার দিকেও নজর রাখছে দিল্লি ও ইসলামাবাদ। এই মুহূর্তে সেনা মোতায়েন ও আকাশসীমা ব্যবস্থাপনা কড়াকড়ি করা হয়েছে। সীমান্তে উত্তেজনা বজায় থাকায় যেকোনও পরিস্থিতির জন্য সেনা প্রস্তুত বলে সেনা সূত্রে জানানো হয়েছে।