Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই এশিয়া কাপ, তার আগেই দল থেকে বাদ পড়েছেন দলের দুই সিনিয়র প্লেয়ার বাবর আজম ও মোহম্মদ রিজওয়ান (Pakistan Cricket)। এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও পতন হলো দুই তারকার।
কেন্দ্রীয় চুক্তিতে পতন দুই পাক তারকার (Pakistan Cricket)
দুই দেশের চলা অস্থিরতার মধ্যেই এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে ক্রমশ বেড়ে চলেছে উত্তেজনার পারদ। কদিন আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান তবে সেই দল থেকে বাদ পড়েছে বাবর আজম ও মোহম্মদ রিজওয়ান। এবার পাক ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন ঘটলো দুই তারকা ক্রিকেটারের।
২০২৫-২৬ মরশুমের কেন্দ্রীয় চুক্তিতে ৩০ জন ক্রিকেটারের মধ্যে কাউকেই সর্বোচ্চ পর্যায় অর্থাৎ ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয় নি। আগের চুক্তিতে একমাত্র ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন বাবর-রিজওয়ানরা। এবার তাদের স্থানও নিচে নামানো হয়েছে। আগের চুক্তিতে ফখর জামান জায়গা না পেলেও তাকে এবারের চুক্তিতে ফেরানো হয়েছে (Pakistan Cricket)।
পাকিস্তান দলের ক্রমাগত খারাপ পারফর্মেন্সের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তাছাড়াও পাকিস্তান বোর্ড বাবর আজম ও মোহম্মদ রিজওয়ানকে আলাদা ভাবে যে দেখতে চাইছে না সেই বার্তাও স্পষ্ট তাদের এই পদক্ষেপে। বাবর আজম ও মোহম্মদ রিজওয়ানকে নামিয়ে দেওয়া হয়েছে ‘বি’ ক্যাটেগরিতে।
আরও পড়ুন: World Cup: BCCI-এর জোড়া ঘোষণা, মেয়েদের ODI দলে জায়গা হলো না তারকা ব্যাটারের
নতুন অনেকে জায়গা করে নিয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। ফলে প্রশ্ন উঠছে বাবর আজম ও মোহম্মদ রিজওয়ানের ক্রিকেট ভবিষৎ নিয়ে। বোর্ডের এই চুক্তিতে স্পষ্ট যে তারা তরুণ প্রতিভার উপরও জোর দিতে চলেছে। জায়গা ধরে রেখেছেন শাহিন আফ্রিদি। বর্তমান দলের পাঁচ ক্রিকেটার প্রোমোশন পেয়ে উঠে এসেছেন এই ক্যাটিগরিতে। তালিকায় আছেন সলমন আলি আঘা, সায়িম আয়ুব, আব্রার আহমেদ, শাদাব খানরা। অবনতি ঘটেছে শান মাসুদ, নাসিম শাহদের মতো তারকা ক্রিকেটারদের (Pakistan Cricket)।

১২ জন ক্রিকেটারকে নতুন করে চুক্তিতে জায়গা দেওয়া হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন খুশদিল শাহ, মহম্মদ হ্যারিসরা। মূলত ২০২৪-২৫ সালে পারফরম্যান্সের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। বিশেষজ্ঞদের মতে পাক ক্রিকেট বোর্ড চাইছে গোড়া থেকে পরিবর্তন করতে এবং দলের হাল ফেরাতেই এই পদক্ষেপ (Pakistan Cricket)।