ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিনিয়োগ বাড়ছে যুদ্ধ আর জঙ্গিবাদে, পাকিস্তানের অর্থনীতি আগের মতোই অন্ধকারে। আর তার নেপথ্যে দুর্বল বাণিজ্য। পাক সংবাদমাধ্যম ডন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্য এশিয়ার পাঁচ ‘বন্ধু’র সঙ্গে বাণিজ্য করতে গিয়ে চরম বিপাকে পড়েছে ইসলামাবাদ(Central Asia)। রপ্তানি তলানিতে পৌঁছেছে, অন্যদিকে বেড়েই চলেছে আমদানি। অর্থাৎ বাণিজ্যে ভারসাম্য থাকছে না। কী ভাবে এই সমস্যার সমাধান করা যায়, তা ভাবতে গিয়ে এখন ঘুম উড়েছে পাক আধিকারিকদের।
বিপাকে পাকিস্তান (Central Asia)
মধ্য এশিয়ার যে পাঁচটি দেশের সঙ্গে মূলত পাকিস্তানের বাণিজ্য চলে, তাদের মধ্যে রয়েছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান(Central Asia)। পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, এই পাঁচ দেশে পাক পণ্যের রফতানি ২০২৪-২৫ অর্থবর্ষে ৩১.৬৩ শতাংশ কমে গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই দেশগুলিতে পাকিস্তান ২.৪৯ হাজার কোটি টাকার পণ্য রফতানি করেছিল। ২০২৪-২৫-এ তা কমে হয়েছে ১.৭ হাজার কোটি টাকা। তবে একই দেশ থেকে আমদানি প্রায় চার গুণ বেড়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে এই পাঁচ দেশ থেকে পাকিস্তান ৪১৪ কোটি টাকার পণ্য আমদানি করেছিল। পরের অর্থবর্ষে তা এক ধাক্কায় বেড়ে হয়েছে ২.১১ হাজার কোটি টাকা।

কাজাখস্তান (Central Asia)
পরিসংখ্যান অনুযায়ী, মধ্য এশিয়ায় পাকিস্তানের পণ্য সবচেয়ে বেশি রফতানি হয় কাজাখস্তানে(Central Asia)। কিন্তু সেখানেও রফতানি ৪৭ শতাংশ কমে গিয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ১.৬ হাজার কোটি টাকা থেকে ২০২৪-২৫-এ বছর তা নেমে এসেছে ৮৪৬ কোটি টাকায়। তবে কাজাখস্তান থেকে আমদানি বেড়ে হয়েছে ১.১ হাজার কোটি টাকা, যা আগে ছিল মাত্র ৫.৮৫ কোটি টাকা।
আরও পড়ুন-Rajnath Singh: ‘বন্দুক-গুলি দিয়ে যুদ্ধ জেতা যায় না!’ অপারেশন সিঁদুরের গোপন রহস্য ফাঁস রাজনাথের
উজবেকিস্তান (Central Asia)
একই ভাবে আগের বছরের চেয়ে উজবেকিস্তানে পাকিস্তানি পণ্যের রফতানি এ বছর ১৮.১৭ শতাংশ কমেছে(Central Asia)। কিন্তু আমদানি বেড়ে গিয়েছে ১৭৭.৬ শতাংশ। কিরগিজস্তানে রফতানি কমেছে ৫৮.২৬ শতাংশ। কিন্তু আমদানি বেশ খানিকটা বেড়েছে।

তুর্কমেনিস্তান (Central Asia)
তুর্কমেনিস্তানে পাকিস্তানি পণ্যের রফতানি সামান্য বেড়েছে(Central Asia)। ২০২৩-২৪ অর্থবর্ষে সেখানে ১০ কোটি টাকার পণ্য রফতানি করা হয়েছিল। ২০২৪-২৫-এ হয়েছে ১৪ কোটি টাকার রফতানি। তবে পাল্লা দিয়ে আমদানিও বেড়েছে প্রায় ৩৫.৪৮ শতাংশ। একই ভাবে তাজিকিস্তানে পাক পণ্যের রফতানি প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু আমদানি বেড়েছে প্রায় ২১১ শতাংশ।
আরও পড়ুন-Matoshree: ৬ বছর পর প্রথমবার, উদ্ধবের জন্মদিনে মাতোশ্রী’তে রাজ ঠাকরে
মধ্য এশিয়া-পাকিস্তান বাণিজ্য (Central Asia)
পাঁচটি দেশেই বাণিজ্যসংক্রান্ত একাধিক উচ্চ পর্যায়ের সফর এবং বৈঠক করেছেন পাক সরকারি আধিকারিকেরা। আলাদা করে বাণিজ্যচুক্তিও হয়েছে। বিশেষত উজবেকিস্তানের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যচুক্তি এ ক্ষেত্রে উল্লেখযোগ্য।প্রতি বছর আফগানিস্তানের পথ ধরে মধ্য এশিয়ার সঙ্গে ৪০ থেকে ৫০ কোটি ডলারের বাণিজ্য চলে পাকিস্তানের। কিন্তু কূটনৈতিক কৌশল, অর্থনীতির উন্নয়নের নীতিগত প্রচেষ্টা সত্ত্বেও এ বছর বাণিজ্যে ভারসাম্য নেই। কী করলে এই সমস্যার সমাধান সম্ভব, বোঝার চেষ্টা করছেন পাক অর্থনীতিবিদেরা। মূলত পাকিস্তানের বাজারে মধ্য এশিয়ার পণ্যের বিপুল চাহিদাই আমদানি বৃদ্ধির কারণ। তবে একই ভাবে ওই সমস্ত দেশে পাক পণ্যের রফতানি বৃদ্ধি করা যাচ্ছে না।
