Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের (Shehbaz Sharif) বাণিজ্যকেন্দ্র করাচিতে স্বাধীনতা দিবস উদ্যাপনের সময় শূন্যে গুলি ছোড়ার ঘটনায় কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন এবং ৫০-এরও বেশি ব্যক্তি আহত হয়েছেন(Pakistan Independence Day)। শহরের বিভিন্ন এলাকায় উদযাপন চলাকালে আচমকাই আকাশে গুলির পরিধি ছড়ালে বছরের আনন্দ মুহূর্তগুলো মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
আজিজাবাদ থেকে কোরাঙ্গি শূন্যে চলল গুলি (Pakistan Independence Day)
রাতের উৎসব দেখতে বেরিয়ে ছিল আজিজাবাদের আট বছরের এক শিশু। আনন্দে ছড়িয়ে পড়া গুলির একটিতে সে ছিঁড়ে পড়ে; রক্তাক্ত অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন(Pakistan Independence Day)। কোরাঙ্গি এলাকায়ও শূন্যে গুলির ঘটনায় স্টিফেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওড়াবোড়ার রেওয়াজে বারবার শূন্যে গুলি করা হয়—তাই প্রতিটি গুলিই ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন চিকিৎসক ও উদ্ধারকর্মীরা।
আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা (Pakistan Independence Day)
বিস্ফোরণ বা বড় ধরনের সংঘর্ষ না হলেও রাস্তায় ছিটকে পড়া গুলির কারণে বেশ কয়েকজন যাত্রীর শরীরে তুচ্ছ থেকে মারাত্মক জখম দেখা দিয়েছে। উদ্ধারকারী দল ও পুলিশ বিভিন্ন এলাকা থেকে আহতদের উদ্ধার করে শহরের কয়েকটি হাসপাতালে ভর্তি করেছে। সিরিয়াস কেসে অপারেশন থিয়েটার প্রস্তুত রাখা হয়েছে এবং রক্তদানের অনুরোধ করা হয়েছে।
পুলিশি অভিযানে গ্রেফতার ২০ (Pakistan Independence Day)
করাচি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের বলা—কারা বা কারা এই শূন্যে গুলির পিছনে আছে, তাদের সন্ধান চলছে; ইতিমধ্যে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং যাঁরা এ নিয়মবহির্ভূত উদ্যাপন চালায় তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রাখবে।

আরও পড়ুন : US On India China Relations : মার্কিন শুল্ক যুদ্ধের মধ্যে ভারত ও চিনের সাবধানী কৌশলগত জোটের সম্ভবনা
করাচিতে ‘শূন্যে গুলি’ নিত্যদিনের ব্যাপার (Pakistan Independence Day)
শূন্যে গুলি ছুঁড়েই উৎসব উদ্যাপন করাচিতে নতুন নয়, গত বছর স্বাধীনতা দিবসে এই কারণেই অন্তত ৯৫ জন আহত হয়েছিল এবং চলতি বছরের জানুয়ারিতে নতুন বছর উদযাপনের সময় গুলিতে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিল(Pakistan Independence Day)। পুলিশি নজরদারি ও প্রচারণার পরও রেওয়াজটি থামছে না—ফলে প্রতিবছরই জনজীবনে এ ধরনের বিপদজনক ‘উৎসব’ দীর্ঘসূত্রী সমস্যা হয়ে দাঁড়ায়।
জনগণের প্রতিক্রিয়া ও প্রশাসনের বার্তা (Pakistan Independence Day)
দুর্ভাগ্যজনক এই ঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ ও সমবেদনায় ভাসছে(Pakistan Independence Day)। অনেকেই স্থানীয় প্রশাসনের কঠোর পদক্ষেপ ও জনসচেতনতার বার্তা চাইছেন—কেননা শূন্যে গুলি শুধু ‘উদ্যাপন নয়’, যে কোনও সময় তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। করাচি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বিশেষ অভিযান জোরদার করা হবে।

আরও পড়ুন : US Warship : স্কারবোরো শোয়ালে মার্কিন FONOP অভিযান! যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াবে চিন ?
দায়িত্বশীল আচরণের অভাব (Pakistan Independence Day)
করাচির উদ্যাপন থেকে যে রেওয়াজের ফলে জীবনহানির খবর বারবার আসছে, তা কেবল আইন প্রয়োগের সমস্যাই নয়—এটি সামাজিক নির্দেশিকা, নিরাপত্তা সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের অভাবকেও প্রতিফলিত করে। স্বাধীনতা-উৎসবের আনন্দ করোনা বা নানা সংকটে মানুষকে এক স্থানে এনে দেয়—কিন্তু খুশির এই মুহূর্তে আর কারো রক্ত ঝরানো ঠিক নয়। করাচি কর্তৃপক্ষের সামনে এখন বড় চ্যালেঞ্জ, কেভাবে কড়া নিরাপত্তা ও জনসচেতনতা কার্যকারিতা এনে এ ধরনের ট্র্যাজেডি পুনরায় রোধ করা যায়।