Pakistan is not in the top ten in military power: গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স একটি রিপোর্টে বিশ্বের দেশ গুলির সামরিক শক্তির তালিকা প্রকাশ করেছে।সেই তালিকায় প্রথম দশে নাম নেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের।আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই তালিকায় প্রথম দশে নাম রয়েছে বেশ কয়েকটি পরমাণু শক্তি নয় এমন দেশের নামও।এজন্যই প্রশ্ন উঠছে তাহলে কি শক্তি ক্ষয় হল পাকিস্তানের?পরমাণু অস্ত্র থাকলেই কি দেশ শক্তিশালী নয়?আর কোন কোন মাপ কাঠি রয়েছে?
কোন কোন দেশ রয়েছে প্রথম দশে?
এই তালিকায় প্রথমস্থানে রয়েছে আমেরিকা,দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া।তৃতীয় স্থানে রয়েছে চিন, চতুর্থ স্থানে রয়েছে ভারত।‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’-এর এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া,ষষ্ট স্থানে রয়েছে ব্রিটেন,সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও তুর্কি।আর দশ নম্বরে রয়েছে ইতালি।এই তালিকায় আমেরিকা, রাশিয়া, চিন, ভারত, ব্রিটেন ও ফ্রান্স পরমাণু শক্তিধর রাষ্ট্র।কিন্তু, প্রথম দশে স্থান পেয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং ইটালির মতো পরমাণু শক্তিধর নয় এমন রাষ্ট্রও।কিন্তু স্থান পায়নি বেশ কয়েকটি পরমাণু শক্তিধর রাষ্ট্র।
প্রথম দশে নেই পরমাণু শক্তি
‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’-এর এই তালিকায় প্রথম দশে বেশ কিছু পরমাণু শক্তি নয় এমন দেশ স্থান পেলেও স্থান পাইনি বেশ কয়েকটি পরমাণু শক্তিধর রাষ্ট্র।যেমন-পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া রয়েছে এই তালিকায়।এরা প্রত্যেকেই পরমাণু শক্তিধর রাষ্ট্র হলেও এরা প্রথম দশে স্থান পাইনি।
আরও পড়ুন: Bangladesh Health System: কলকাতার বিকল্প কুনমিং? স্বাস্থ্যোদ্ধারে চিনে যাবে বাংলাদেশ?
পাকিস্তান কত স্থানে?
‘গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স’-এ পাকিস্তানকে ১২তম স্থানে রাখা হয়েছে।ইসলামাবাদের প্রাপ্ত নম্বর হল- ০.২৫১৩। সেটা বেশ কয়েকটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের থেকে অনেক বেশি।২০২৪ সাল থেকে আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চলা সীমান্ত সংঘর্ষ পাক সেনা শক্তির উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।একটা সময়ে এই তালিকায় সাত বা আট নম্বর স্থান ধরে রাখত ইসলামাবাদ।কিন্তু,এখন তাঁরা প্রথম দশেই জায়গা করে নিতে পারলো না।
আরও পড়ুন: Same Sex Marriage: থাইল্যান্ডে স্বীকৃত সমলিঙ্গের বিবাহ, বন্ধনে আবদ্ধ শতাধিক দম্পতি
পাকিস্তানের পিছিয়ে পড়ার কারণ
সামরিক শক্তির দিক থেকে কেন পিছিয়ে পরলো পাকিস্তান?এক সময় এই পরমাণু শক্তিধর দেশটি ৭-৮ নম্বরে নিজের জায়গা করে নিতো।কিন্তু,এখন পাকিস্তান প্রথম দশেই থাকতে পারছে না।পাকিস্তানের সেই জায়গা দখল করে নিচ্ছে পরমাণু শক্তি নয় এমন কিছু দেশ। অনেকই ভাবছেন এর পেছনে আসল কারণ কী? এই কারণ হিসেবে বেশ কয়েকটি কারণের কথা বলেছেন বিশ্লেষকরা।এর মধ্যে সবচেয়ে বড় কারণ হল-পাকিস্তানের আর্থিক দুরবস্থা।প্রায় দেউলিয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের এই প্রতিবেশী দেশটি। এছারাও,হাতিয়ারের ক্ষেত্রে চিনের উপর নির্ভরতা রয়েছে পাকিস্তানের সেনাদের।