ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ, এক পয়েন্ট পেল দুই দল (Pakistan Match Washed Out)। এর আগেও অস্ট্রেলিয়ার একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এই নিয়ে দ্বিতীয় ম্যাচ যা বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য।
টসই হলো না, ম্যাচ বাতিল রাওয়ালপিন্ডিতে (Pakistan Match Washed Out)
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল (Pakistan Match Washed Out)। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল, কিন্তু প্রবল বৃষ্টির কারণে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। এই ম্যাচের কোনো ফল না হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। তবে তারা একটিও ম্যাচ জিততে পারেনি এই টুর্নামেন্টে।
আগেই ছিটকে গিয়েছিল দুই দল (Pakistan Match Washed Out)
পাকিস্তান এবং বাংলাদেশ আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল (Pakistan Match Washed Out)। ভারত ও নিউজিল্যান্ড ইতিমধ্যেই গ্রুপ-এ থেকে শেষ চারে পৌঁছে গেছে। তাই এই ম্যাচ শুধুই ছিল সম্মান রক্ষার লড়াই। এখন গ্রুপ-এ-র শেষ ম্যাচটি হবে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে। এই ম্যাচই ঠিক করবে গ্রুপের শীর্ষস্থানীয় দল কে হবে।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে বাতিল হলো দ্বিতীয় ম্যাচ
রাওয়ালপিন্ডিতে গত ২৪ ঘণ্টা ধরেই বৃষ্টি হচ্ছিল, ফলে ম্যাচ বাতিল হওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল। এর আগে গ্রুপ-বি-তে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার ম্যাচও একইভাবে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। অনফিল্ড আম্পায়ার এড্রিয়ান হোল্ডস্টক এবং মাইকেল গফের ভারতীয় সময় দুপুর ২:৩০ নাগাদ মাঠ পরিদর্শন করার কথা ছিল। কিন্তু বৃষ্টি না থামায় সেটি সম্ভব হয়নি, এবং টসও দেরি হয়। শেষ পর্যন্ত বিকেল ৪:০০ নাগাদ ম্যাচ আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। কোনো বল না খেলেই দুই দল এক পয়েন্ট করে ভাগ করে নেয়।
আরও পড়ুন: Rohit Sharma Skips Net: নেটে নামলেন না রোহিত, নিউজিল্যান্ড ম্যাচের আগে বাড়ছে উদ্বেগ
টানা তৃতীয়বার আইসিসি টুর্নামেন্ট থেকে আগেভাগে বিদায় পাকিস্তানের
এই ম্যাচ বাতিলের ফলে পাকিস্তান টানা তৃতীয়বার কোনো আইসিসি টুর্নামেন্ট থেকে আগেভাগে ছিটকে গেল। এর আগে তারা ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ (ভারত) এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ (আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ) থেকে আগেভাগে বিদায় নিয়েছিল।
আরও পড়ুন: Real Madrid: বিতর্কের মাঝেই এন্ড্রিকের গোলে রিয়াল মাদ্রিদের জয়
গ্রুপ-এ-র শেষ ম্যাচ ভারত-নিউজিল্যান্ডের লড়াই
গ্রুপ-এ-তে এখন একমাত্র বাকি ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ডের। এই ম্যাচের বিজয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচটি হবে রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।