Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)-এর জয়সলমের অতিথিশালার ম্যানেজার মহেন্দ্র প্রসাদ (Pakistan Spy Link)। মঙ্গলবার রাজ্য সিআইডি নিরাপত্তা শাখা তাঁকে আটক করে।
সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ (Pakistan Spy Link)
অভিযোগ, মহেন্দ্র ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য আইএসআই-এর হাতে তুলে দিচ্ছিলেন। রাজস্থানের সিআইডি (নিরাপত্তা) আইজি বিষ্ণুকান্ত জানিয়েছেন, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা রুখতে রাজ্য জুড়ে কড়া নজরদারি চলছিল। সেই সময়েই মহেন্দ্রর পাকিস্তানি সংযোগের তথ্য গোয়েন্দাদের হাতে আসে।
সোশ্যাল মিডিয়ায় পাক সংযোগ (Pakistan Spy Link)
উত্তরাখণ্ডের আলমোড়া জেলার পালিয়ুন গ্রামের বাসিন্দা মহেন্দ্র চুক্তিভিত্তিক কর্মী হিসেবে ডিআরডিও অতিথিশালায় ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছিলেন(Pakistan Spy Link)। তদন্তে জানা গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ ছিল। তবে তাঁকে কে বা কারা এই কাজে প্ররোচিত করেছিল, তা এখনো স্পষ্ট নয়।
সেনা ও বিজ্ঞানীদের গতিবিধির তথ্য ফাঁস (Pakistan Spy Link)
গোয়েন্দা সূত্রে জানা গেছে, মহেন্দ্র তাঁর আইএসআই হ্যান্ডলারকে ডিআরডিও-র বিজ্ঞানী ও সেনা আধিকারিকদের গতিবিধি, বিশেষত চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় তাঁদের উপস্থিতি নিয়ে তথ্য দিতেন। সেনা আধিকারিকরা প্রায়শই এই অতিথিশালায় থাকতেন, যা মহেন্দ্রর পক্ষে তথ্য সংগ্রহের সুযোগ তৈরি করেছিল।

আরও পড়ুন : Indian Army : উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ নস্যাৎ করলো সেনা, সংঘর্ষে শহিদ এক জওয়ান
তদন্তে নেমেছে একাধিক সংস্থা (Pakistan Spy Link)
গ্রেফতারির পর মহেন্দ্রকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর কাছ থেকে কোন কোন গোপন তথ্য পাকিস্তানে গিয়েছে, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি, তাঁর সঙ্গে যুক্ত অন্যদেরও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষা চলছে।

পহেলগাঁও কাণ্ডের পর বাড়ছে নজরদারি (Pakistan Spy Link)
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকে ভারত জুড়ে সন্দেহভাজনদের চিহ্নিত করতে তল্লাশি জোরদার হয়েছে। এর আগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাসহ একাধিক ব্যক্তি পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে ধরা পড়েছেন। এবার সেই তালিকায় যোগ হল মহেন্দ্র প্রসাদের নাম।