ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপারেশন সিঁদুরের পর এবার জম্মু এবং কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে পাকিস্তান(UN)।জুলাই মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সভাপতিত্ব করবে পাকিস্তান ৷এই আবহে ভারত রাষ্ট্রসংঘের জোরদার মোকাবিলার জন্য জন্য প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানের নজরে কাশ্মীর ইস্যু (UN)
সূত্রের খবর, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন (UN)। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সভাপতিত্বকালীন উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক এবং কিছু দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করবেন তিনি।নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের সভাপতিত্বকালীন ‘বহুপাক্ষিকতা ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার’ ওপর একটি উন্মুক্ত উচ্চপর্যায়ের বিতর্ক সভার সভাপতিত্ব করবেন দার।এই বিতর্ক সভায় ইসলামাবাদ কাশ্মীর ইস্যুটি উত্থাপন করতে পারে। ফলে ভারত কাশ্মীর নিয়ে একটি বিবৃতি দেওয়ার জন্যও প্রস্তুতি নেবে।

কূটনৈতিক পথে সমস্যা সমাধান (UN)
গত ১ জুলাই রাষ্ট্রসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ বলেন, ‘কাশ্মীর বিরোধের সমাধানের সময় এসেছে। এবং আমি বলব, এটি কেবল পাকিস্তানের দায়িত্ব নয়-আমরা এখানে অস্থায়ীভাবে আছি, দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।পাকিস্তানের সভাপতিত্ব স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বপূর্ণ হবে৷’পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, ‘পাকিস্তান সবসময় আলোচনা এবং কূটনৈতিক পথে সমস্যা সমাধানের কথা বলে এসেছে ৷ নিজস্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে পাকিস্তান নিরাপত্তা পরিষদের কাজকর্ম নৈতিকভাবে এবং ভারসাম্য বজায় রেখেই সামলাবে ৷ এছাড়া রাষ্ট্রসংঘের শান্তি স্থাপন এবং গঠনমূলক প্রচেষ্টায় দীর্ঘ দিন ধরে পাকিস্তানের অবদান রয়েছে ৷’
ওআইসি (UN)
এছাড়াও নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের ব্রিফিংয়েরও পাক বিদেশমন্ত্রী সভাপতিত্ব করবেন, যেখানে রাষ্ট্রসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ওআইসি ও জাতিসংঘের সহযোগিতা বাড়ানোর পাকিস্তানের প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে(UN)।পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক বিতর্ক এবং প্যালেস্টাইন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র নীতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানের উচ্চপর্যায়ের অংশগ্রহণ প্যালেস্টাইন ইস্যুতে পাকিস্তানের অটল সমর্থনের প্রমাণ।’

আরও পড়ুন-Love Jihad: আইসিসের কায়দায় ধর্মান্তকরণ! একাধিক রাজ্য থেকে গ্রেফতার ১০, অনুশোচনা অভিযুক্তের
নিরাপত্তা পরিষদ (UN)
বস্তুত, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স(UN)। এছাড়া দু’বছরের মেয়াদে ১০টি রাষ্ট্রকে অস্থায়ী সদস্য হিসাবে নিরাপত্তা পরিষদে জায়গা দেওয়া হয়। পাকিস্তান বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদের তাদের অস্থায়ী সদস্যপদ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।এর আগে ২০২১-২০২২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল ভারত। ওই সময় ২০২২ সালের সন্ত্রাসদমন কমিটির সভাপতিত্বের দায়িত্ব ছিল ভারতের উপর।
