ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সন্ত্রাসবাদ, কূটনৈতিক সংঘাতের (Pakistani Beauty Product) পাশাপাশি এবার নতুন এক বিপদের নাম পাকিস্তানি কসমেটিক পণ্য! এমনটাই উঠে এসেছে Central Drugs Standard Control Organization (CDSCO)-এর সাম্প্রতিক রিপোর্টে। এই প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে-ভারতের বাজারে মেলে এমন কিছু ‘Made in Pakistan’ লেখা বিউটি ক্রিমে মাত্রাতিরিক্ত পারদের উপস্থিতি ধরা পড়েছে।
বাস্তব চিত্র ভয়াবহ (Pakistani Beauty Product)
মূলত কেরলের তিরুবনন্তপুরম এলাকায় এই কসমেটিকস পাওয়া (Pakistani Beauty Product) গিয়েছে। পাকিস্তানের দুই সংস্থা-গোরি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এবং MMC কসমেটিক প্রাইভেট লিমিটেড-এই পণ্যগুলি তৈরি করেছে। এগুলোর মধ্যে রয়েছে দিনে ও রাতে ব্যবহারের জন্য বিউটি ক্রিম, যা ‘ত্বক ফরসা’ করে দেবে-এমন প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাস্তব চিত্র ভয়াবহ।
পারদের মতো বিষাক্ত উপাদান (Pakistani Beauty Product)
সৌন্দর্য বৃদ্ধির নামে এই সব প্রসাধনীতে পারদের মতো বিষাক্ত উপাদান (Pakistani Beauty Product) ব্যবহার করা হয়েছে, যা ত্বক তো বটেই, স্নায়ুতন্ত্র এবং কিডনিরও মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন পারদযুক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকে র্যাশ, ফুসকুড়ি, জ্বালা, এমনকি অসাড় ভাবও দেখা দিতে পারে।
ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা
পারদ ত্বকে মেলানিন উৎপাদন কমিয়ে দেয়। এতে রং সাময়িকভাবে হালকা হলেও এর বিপরীতে তৈরি হয় ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা। আরও চিন্তার বিষয়, এই ধরনের কসমেটিকস গর্ভবতী ও স্তন্যদায়ী মহিলাদের জন্যও বিশেষভাবে ক্ষতিকর হতে পারে।২০২০ সালে ভারতে কসমেটিকস নিয়ে নতুন নিয়ম চালু হয়, যেখানে পারদের ব্যবহারে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু পাকিস্তানি সংস্থাগুলি সেই নিয়ম উপেক্ষা করে বিপজ্জনক পণ্য বাজারে ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ।
জঙ্গি কার্যকলাপে মদত
এই ঘটনার খবর সামনে আসতেই অনেকেই দাবি তুলছেন, যেখানে পাকিস্তান একদিকে জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে, অন্যদিকে আবার এই ধরনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ভারতের বাজারে পণ্য ঢুকিয়ে জনস্বাস্থ্যের উপর আঘাত হানছে-সেখানে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পাঁচ দফা কূটনৈতিক পদক্ষেপ
মোদি সরকারের তরফে ইতিমধ্যেই পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার কসমেটিকস ইস্যুতে স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রকের তরফে কড়া মনিটরিং ও আমদানি নিষেধাজ্ঞার সম্ভাবনাও জোরালো হচ্ছে।
ক্রেতাদের উদ্দেশে বিশেষজ্ঞদের পরামর্শ-কোনও কসমেটিক পণ্য কেনার আগে তার উৎস, উপাদান এবং রেজিস্ট্রেশন তথ্য ভাল করে যাচাই করে তবেই ব্যবহার করুন। কারণ, সৌন্দর্যের নামে এমন বিষাক্ত প্রলোভন শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হতে পারে।