ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মলহোত্রা(Pakistani Spy)। জেরায় তিনি সে কথা স্বীকার করেছেন বলে দাবি হরিয়ানা পুলিশের। সম্প্রতি পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন জ্যোতিকে। তারপরেই তাঁর সঙ্গে পাক হাইকমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। সে সব কথাই এবার নিজের মুখে জ্যোতি স্বীকার করেছেন বলে দাবি করল পুলিশ।
হিসার পুলিশের বক্তব্য (Pakistani Spy)
হিসার পুলিশের মুখপাত্র বিকাশ কুমার জানান, জ্যোতি জেরায় স্বীকার করেছেন যে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত দানিশের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল(Pakistani Spy)।ঘটনাচক্রে পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনা ঘটে ২২ এপ্রিল। তদন্তকারীদের একাংশ মনে করছেন, জ্যোতির থেকে নানা রকম তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দানিশ।বিকাশ কুমার জানিয়েছেন, ‘জ্যোতি স্বীকার করেছে, দানিশের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল। এছাড়াও আরও বেশ কয়েকজন নেটপ্রভাবীর সঙ্গেও যোগাযোগ ছিল জ্যোতির। তাঁর তিনটে মোবাইল ফোন, ল্যাপটপ এবং হরিয়ানা শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির আইটি প্রধান হরকিরত সিংয়ের দু’টি মোবাইল ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
জ্যোতির সঙ্গে দানিশের ঘনিষ্ঠতা (Pakistani Spy)
জ্যোতির সঙ্গে দানিশের ঘনিষ্ঠতা যে ছিল, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও থেকে আন্দাজ করতে পেরেছেন তদন্তকারীরা(Pakistani Spy)। জ্যোতির পোস্ট করা ভিডিওয় দেখা গিয়েছে, নয়াদিল্লিতে পাক হাই কমিশনে তাঁকে স্বাগত জানান দানিশ। সেখানে জ্যোতিকে বলতে শোনা যায়, ‘ওঁকে এবং এই আয়োজন দেখে আমি দারুণ খুশি হয়েছি।’ তারপরে পার্টি যেখানে চলছে, সেখানে প্রবেশ করেন জ্যোতি। ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে অন্য অতিথিদের সঙ্গে ‘ইউটিউবার’ বলে পরিচয় করিয়ে দেন সেই দানিশই। দানিশকে বলছে শোনা যায়, ‘ইনি হলেন একজন ইউটিউবার এবং ভ্লগার। ওঁর নাম জ্যোতি। ওঁর চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো। এক লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলে।’
আরও পড়ুন- Ex-Diplomat Madhuri Gupta: সুফিবাদ,প্রলোভন,জামশেদ! এক দশক আগেও বিশ্বাসঘাতকতার সাক্ষী ভারত
পাকিস্তানের প্রতি আগ্রহ জ্যোতির (Pakistani Spy)
জ্যোতির সঙ্গে নিজের স্ত্রীর পরিচয় করিয়ে দিয়েছিলেন দানিশ(Pakistani Spy)। তাঁরা দু’জনে পাকিস্তানের জাতীয় দিবস নিয়ে আলোচনা করেন। ওই ইফতার পার্টিতে উপস্থিত ভারতীয়দের সঙ্গেও কথা বলতে দেখা যায় জ্যোতিকে। তাঁরা কখনও পাকিস্তানে গিয়েছিলেন কিনা, জিজ্ঞেস করেন ইউটিউবার জ্যোতি। তারপরে তিনি বলেন, ‘আমি পাকিস্তানে যেতে চাই।’ প্রায় ১৫ মিনিটের সেই ভিডিওর শেষে জ্যোতিকে পার্টিতে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান দানিশ। দু’জনের এই কথোপকথন এখন নজরে তদন্তকারীদের।
আরও পড়ুন- Indian-Origin Entrepreneur: আমেরিকায় স্বদেশীয়র হামলায় নিহত ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা
অপারেশন সিঁদুর (Pakistani Spy)
পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ যখন চালিয়েছিল ভারতীয় সেনা, তখনও পাক কূটনীতিক দানিশের সঙ্গে যোগাযোগ রাখতেন ইউটিউবার জ্যোতি মলহোত্রা(Pakistani Spy)। সূত্রের খবর, তদন্তে এমনই তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। শুধু তাই নয়, ভারত-পাক সামরিক উত্তেজনার সময় দেশের কোন কোন জায়গায় ব্ল্যাকআউট করা হয়েছিল, সেই সম্পর্কিত তথ্যও ফাঁস করেছিলেন তিনি! এমনকি সামরিক অস্থিরতার সময় পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল বলে সূত্রের খবর।