ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পানাগড়ের মর্মান্তিক (Panagagarh Accident) গাড়ি দুর্ঘটনার তদন্তে এসেছে নতুন মোড়। পুলিশের জালে ধৃত চালক।
ধৃতকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে (Panagagarh Accident)
চার দিন পর পুলিশ বাবলু যাদব নামে এক যুবককে আটক করেছে, যিনি ওই সাদা গাড়ির (Panagagarh Accident) চালক। আসানসোলের নিঘা থেকে তাঁকে ধরা হয় এবং পশ্চিম বর্ধমানের কাঁকসা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত
ঘটনাটি ঘটেছিল গত রবিবার রাতে, যখন চন্দননগরের বাসিন্দা ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায় (২৭) নিহত হন।
আরও পড়ুন: Panagarh Road Accident: মত্ত যুবকদের ধাওয়ায় উল্টে গেল গাড়ি, পানাগড়ের রাস্তাতেই মৃত্যু তরুণীর!
অভিযোগ রয়েছে যে, মত্ত অবস্থায় কয়েকজন যুবক সাদা গাড়িটি চালাচ্ছিল এবং সুতন্দ্রার নীল গাড়িকে বার বার ধাক্কা দেয়। এর ফলে সুতন্দ্রার গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
সুতন্দ্রার গাড়িতে থাকা সহকর্মীরা এই ঘটনার সময়ের সাক্ষী ছিলেন। পুলিশের তদন্তে জানা যায়, বাবলু যাদবের নামেই ওই সাদা গাড়িটির রেজিস্ট্রেশন ছিল। বাবলু পেশায় গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।