ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পানাগড়কাণ্ডে সাদা গাড়ির চালক (Panagarh Accident Case) বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ।
রেষারেষির ফলেই দুর্ঘটনা? (Panagarh Accident Case)
গত রবিবার রাতে পানাগড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (Panagarh Accident Case) মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, সাদা গাড়িটি সুতন্দ্রার গাড়িকে ধাওয়া করে বারবার ধাক্কা দেয়, যার ফলে গাড়িটি উল্টে যায়। তবে পুলিশের বক্তব্য, সুতন্দ্রার গাড়িই সাদা গাড়িটিকে ধাওয়া করছিল এবং দুর্ঘটনাটি রেষারেষির ফলেই ঘটেছে।
মুখ খুললেন বাবলু
বাবলু যাদবকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তিনি স্বীকার করেন যে ভয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন। বাবলুর বিরুদ্ধে আগেও চোরাই গাড়ির যন্ত্রাংশ কেনার অভিযোগে গ্রেফতার হওয়ার রেকর্ড রয়েছে।
তবে এবারের ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় দাবি করেছেন, সাদা গাড়িতে আরও যাত্রী ছিলেন, তাদেরও গ্রেফতার করা হোক। তিনি স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
ন্যায়বিচারের প্রত্যাশায় সুতন্দ্রার পরিবার
স্থানীয় সূত্রে জানা যায়, বাবলুর পরিবারের আদি বাসস্থান উত্তরপ্রদেশে। তিনি গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করে এলাকায় প্রতিষ্ঠিত হয়েছেন। তবে এই ঘটনায় তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পানাগড়বাসী ও সুতন্দ্রার পরিবার ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছেন।