ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পানাগড়ের দুঃখজনক গাড়ি দুর্ঘটনা (Panagarh Case Update) মামলায় এবার গ্রেফতার হলেন মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালক রাজদেও শর্মা। সুতন্দ্রার মায়ের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে রাজদেওকে আটক করে।
গাড়িচালকের দাবি (Panagarh Case Update)
গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে একটি সাদা গাড়ির সঙ্গে (Panagarh Case Update) সংঘর্ষে মৃত্যু হয় ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের, যিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ছিলেন। প্রথমদিকে অভিযোগ ওঠে যে মত্ত যুবকেরা সাদা গাড়ি করে এসে সুতন্দ্রাদের নীল গাড়িতে বারবার ধাক্কা দেয়, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় সুতন্দ্রার গাড়িতে থাকা সহকর্মীরা এবং গাড়িচালক রাজদেও এমন দাবি করেছিলেন।
বয়ান বদলেই গ্রেফতার (Panagarh Case Update)
তবে, ঘটনার কিছুদিন পর রাজদেও নিজের বয়ান (Panagarh Case Update) বদলান। তিনি বলেন, “দিদির কথাতেই” ১০০ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং এর ফলস্বরূপ দুর্ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন যে, সাদা গাড়িটি প্রথমে তাদের গাড়িতে ধাক্কা দেয়, এবং সুতন্দ্রাই তাকে ওই গাড়িটির পিছনে ধাওয়া করার জন্য বলেছিল। এর ফলে সুতন্দ্রাদের গাড়িটি উল্টে যায়।
আরও পড়ুন: Fake SIM Scam: ভুয়ো সিম জালিয়াতি কাণ্ডে গ্রেফতার একাধিক, উদ্ধার ১২৭৪টি সিম!
‘ইভটিজ়িং’-এর তথ্য খারিজ
পুলিশ প্রথম থেকেই ‘ইভটিজ়িং’-এর তথ্য খারিজ করে দেয় এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করে জানায় যে, সুতন্দ্রাদের গাড়িটি যুবকদের গাড়িটিকে তাড়া করছিল। এই আবহে রাজদেওর বয়ান বদলানোর পর সুতন্দ্রার মা, তনুশ্রী চট্টোপাধ্যায়, ১ মার্চ চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, সুতন্দ্রা এবং বাবলু (সাদা গাড়ির চালক) উভয়কেই তদন্তের আওতায় আনা উচিত।

বিএনএস ধারায় মামলা রুজু
রাজদেওর গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, পানাগড়কাণ্ডে এর আগে বাবলু নামের সাদা গাড়ির চালককেও পুলিশ গ্রেফতার করেছিল। এই ঘটনাটি একটি ভয়াবহ ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে এবং এর পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।