ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চন্দননগরের এক তরুণীর মর্মান্তিক (Panagarh Road Accident) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পানাগড়ে গাড়ি নিয়ে কটূক্তি ও পিছু ধাওয়ার ঘটনায় গাড়ি উল্টে মৃত্যু হয়েছে বছর ছাব্বিশের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। এই ঘটনায় চোট পেয়েছেন গাড়িতে থাকা আরও চার জন। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয়।
গভীর রাতে গয়ার উদ্দেশ্যে রওনা (Panagarh Road Accident)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে চন্দননগর থেকে (Panagarh Road Accident) গয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন সুতন্দ্রা ও তাঁর চার সঙ্গী। বুদবুদ থানা এলাকার একটি পেট্রল পাম্পে গাড়িটি তেল নেওয়ার জন্য দাঁড়ায়। সেই সময় কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে কটূক্তি করতে থাকেন। এরপর তাঁরা সুতন্দ্রাদের গাড়ির পিছু ধাওয়া শুরু করেন।
ঘটনাস্থলেই মৃত্যু সুতন্দ্রার (Panagarh Road Accident)
ভয়ে গাড়ির চালক দ্রুত বেগে গাড়ি চালাতে (Panagarh Road Accident) থাকেন। পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে মত্ত যুবকদের গাড়িটি তরুণীদের গাড়ি আটকানোর চেষ্টা করে এবং সেটিতে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়িটি রাস্তার ধারের একটি দোকানে ধাক্কা মারে। তারপর একটি শৌচাগার এবং লোহার যন্ত্রাংশে ধাক্কা খেয়ে গাড়িটি সম্পূর্ণ উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার।
আরও পড়ুন: Doctors’ Salary: মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, জুনিয়র ডাক্তারদের বাড়ছে বেতন!
আটক দু’টি গাড়ি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। দু’টি গাড়িকেই আটক করা হয়। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মত্ত যুবকদের গাড়িটি আটক করা হলেও অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন, “আমরা গাড়িটি উদ্ধার করেছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
ছিলেন নৃত্যশিল্পী
প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়ি চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায়। তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন। একটি কাজে গাড়ি করে গয়ার উদ্দেশে যাচ্ছিলেন। শনিবার রাত ১০টা নাগাদ চন্দননগর থেকে রওনা দেন তিনি।
অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস
এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশের তরফ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। তরুণীর পরিবার ও আত্মীয়স্বজন শোকাভিভূত। এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠেছে যুবকদের বেপরোয়া আচরণ ও রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে।