ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১ জুন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া চক্রবর্তী (Parambrata Chatterjee) । দুই থেকে তিন হয়েছেন পরম- পিয়া। তাঁদের ঘর আলো করে এসেছে ছোট্ট সন্তান। এর আগেও শোনা গিয়েছিল, তাঁরা কীভাবে সন্তানকে বড় করতে চান , সন্তানের জন্য কী কী করতে চান, সমস্ত পরিকল্পনা করেছেন পরম – পিয়া। বহু বার সন্তানের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাবা হওয়ার পর কেমন কাটছে পরমব্রতর ? কী কী করতে হয় তাঁকে বাবা হিসেবে? জানালেন ট্রাইব টিভিকে।
সবার প্রথমেই বলা যেতে পারে, পরম – পিয়ার বাড়ি এখন আনন্দে মুখরিত হয়ে রয়েছে। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) মুখেই শোনা গিয়েছে, তাঁর বাড়ির পরিবেশে এখন আনন্দের প্যান্ডেমোনিয়াম চলছে। বাড়ির সকলেই মেতে রয়েছেন ছোট্ট একরত্তিকে নিয়ে।
অভ্যাস করা (Parambrata Chatterjee)
সন্তান আসার পরে বাবা পরমব্রতর (Parambrata Chatterjee) জীবন কিছুটা হলেও পাল্টে গিয়েছে। অভিনেতা এক ঘুমে রাত কাটিয়ে দেওয়া মানুষ। সেখানে তাঁকে রাতে অন্তত তিনবার উঠতে হয়। যেটা জীবনের একটা অঙ্গ বানিয়ে নিতে হচ্ছে। তিনি আরও মনে করেন, এই রাতে ওঠার বিষয়টা তাঁকে অভ্যাস করে নিতে হচ্ছে। যেটা অভিনেতার কাছে খুবই কঠিন।
কীভাবে সামলান নবজাতককে? (Parambrata Chatterjee)
পরমব্রত জানান, নবজাতককে দেখভাল করার জন্য (Parambrata Chatterjee) একজনকে নিযুক্ত করা হয়েছে । তা সত্ত্বেও বাবা-মা হিসাবে তাঁদের কিছু ভূমিকা থাকে। আর নবজাতককে দেখভাল করার জন্য তাঁরা যতটা পারেন চেষ্টা করে যাচ্ছেন ।
চিনছেন নবজাতককে!
অভিনেতা এ বিষয়ে বলেন, তাঁর অতটা অভিজ্ঞতা হয়নি যে, তিনি বুঝতে পারবেন কোনটা নবজাতকের খিদের কান্না। তবে তিনি মনে করেন , কিছুটা হলেও নবজাতকের অঙ্গভঙ্গি দেখে খিদের কান্না বুঝতে পারেন। এছাড়াও আরও অনেক রকম কান্না আছে যেগুলো বুঝতে পারেন না । পরমব্রত মনে করেন, হয়ত কান্নার আলাদা আলাদা মানে আছে । সেগুলো বুঝতে সময় লাগবে তাঁর।
আরও পড়ুন: আরও পড়ুন: Dipika Kakar: যুদ্ধ জিতলেন দীপিকা, মাকে পেয়ে খুশি একরত্তি! কেমন আছেন অভিনেত্রী?
প্রকৃতির ম্যাজিক
অভিনেতা বলেন যে, ” আমরা দুজন মিলে যে আর একটা মানুষকে তৈরি করলাম এটা হজম হতে সময় লাগবে ।” তিনি মনে করেন, যখন নবজাতকের এক বছর , কি দুই বছর বা পাঁচ বছর হয়ে যাবে তখন হয়ত এটার একটা মূল্যায়ন করতে পারবেন। সবশেষে তিনি বলেন, প্রকৃতির কাছে ধন্যবাদ থাকতে হয় এর জন্য । কারণ পরমের মতে, এটা প্রকৃতির ম্যাজিক । প্রকৃতি প্রজন্মকে এগিয়ে নিয়ে যায়। তাই তো, একের পর এক নতুন প্রজন্ম আসতে থাকে।