ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘সোনার কেল্লায় যকের ধন’ (Sonar Kellay Jawker Dhan) এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিক (Koel Mallick) এবং পরমব্রত চ্যাটার্জিকে (Parambrata Chatterjee)। ট্রেলার লঞ্চের দিন হবু বাবা অর্থাৎ পরমব্রতকে কী পরামর্শ দিলেন সহকর্মী ও সহ অভিনেতারা? ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়।
পরমকে পেরেন্টিং টিপস (Parambrata Chatterjee)
হবু মায়ের খেয়াল রাখার পরামর্শে ক্লাব খোলা হয়েছে (Parambrata Chatterjee)। আর পেরেন্টিং সাজেশন দিচ্ছেন কোয়েল, গৌরব, রিদ্ধিমারা। হবু মাকে খেয়াল রাখার পাশাপাশি তাঁকে ফোন করে সাজেশন দিয়ে দিচ্ছেন এনারা। এদিকে হবু বাবা পরমব্রত স্ত্রী পিয়াকে সময় দেবার জন্য তড়িঘড়ি কাজ সেরে নিচ্ছেন। ‘তেজপাতা’ ছবির শুটিং শেষ করে মাস দেড়েকের জন্য ছুটিতে যাবেন। এই সময় অভিনেতা শুটিংয়ের থেকেও স্ত্রীকে সময় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কারণ এই সময় দায়িত্ব কম নয়। তাই স্ত্রীর পাশে থাকতে চাইছেন তিনি।
হবু মায়ের খেয়াল রাখা (Parambrata Chatterjee)
সাত মাসে অন্তঃসত্ত্বা পিয়াকে প্রথম সাধ খাইয়েছিলেন তাঁর মা (Parambrata Chatterjee)। বন্ধুবান্ধবরাও সাধ খাইয়েছেন। এই পর্ব শেষ হতেই এখন পুরো বিশ্রাম। শুধুমাত্র পরমব্রত নয়, পরিবারের লোকজন , আত্মীয় ও বন্ধু-বান্ধব সবাই তাঁর খেয়াল রাখছেন। এমনকি পিয়ার সন্তানের জন্য কি কি কিনতে হবে তাও তারা ঠিক করে রেখেছেন।
ট্রেলার লঞ্চে কী বললেন কোয়েল?
সোনার কেল্লায় যকের ধনের ট্রেলার লঞ্চে উপস্থিত ছিল পরমব্রত, কোয়েল, গৌরব সহ ছবির টিম। কোয়েল ও গৌরব অনেক আগেই অভিভাবকের স্বাদ পেয়ে গেছে। আর অভিভাবক হিসাবে টিপস দিতে দেখা গেল পরমব্রতকে। অভিনেত্রী জানান, তিনি অনেক আগেই পরমব্রতকে সব বলেছেন । মনে হয় একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছেন । তিনিও বলেন, তাদের পেরেন্টিং ক্লাব খোলা আছে। কোয়েলের কথায়, “আগে বলা হতো, মা হলে তাহলে বুঝবি। এখন ব্যাপারটা বুঝতে পারি , যতই কেউ জ্ঞান দিক না কেন, নিজে যখন হয় সে বুঝতে পারে আসলটা। সেটা কাউকে বুঝিয়ে বলা সম্ভব নয়।” অভিনেতা গৌরব বলেন, ” আমার চেয়ে ঋদ্ধিমা ভালো বোঝে এ বিষয়ে। ঋদ্ধিমার সাথে পিয়ার ফোনে কথা হয়। আসলে ঋদ্ধিমাই হবু মা পিয়াকে ফোন করে বলে সবকিছু।”
আরও পড়ুন: Hrithik Roshan: এনটিআরের জন্মদিনে হৃতিকের রহস্য! ‘ওয়ার ২’ এ কী ঘটতে চলেছে?
হবু বাবা পরমব্রত কী বললেন?
ট্রেলার লঞ্চে হবু মা পিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ক্ষুদেকে বড় করা থেকে শুরু করে সমস্ত কিছু আলোচনা। এমন কি কোন স্কুলে পড়বে, কোন স্কুল ভালো, সেসব নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। পরমব্রত বলেন, “যতক্ষণ না সন্তান ভূমিষ্ঠ হয় অর্থাৎ পৃথিবীতে আসে, ততক্ষণ আসল অনুভূতিটা উপলব্ধি করা যায় না। আমরা অনেক কিছুই আগে থেকে ভেবে রাখি ।”
আরও পড়ুন: Aratrika Maity: বড় পর্দায় আরাত্রিকার এন্ট্রি! মিঠিঝোরা ছাড়ছে রাই?
নতুন সদস্যের অপেক্ষায়
পরম – পিয়ার সংসারে আসছে নতুন সদস্য। জনপ্রিয় এই জুটি নিজেদের সংস্কৃতিতে সন্তানকে বড় করতে চান। যেখানে থাকবে পুরনো দিনের ছোঁয়া। আর এই সুন্দর মুহূর্তগুলো একসাথে ভাগ করে নেবার জন্যই হবু মায়ের সাথে ছুটি নিচ্ছেন পরমব্রত। আগামী জুন মাসে পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সেই দিনের অপেক্ষায় পরম -পিয়ার অনুরাগীরাও।