ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহুদিন ধরে চলে আসছে পরিচালক ও ফেডারেশনের মধ্যে দ্বন্দ্ব (Parambrata Chatterjee)। সেই সমস্যা সমাধান হিসাবে রবীন্দ্র সদনে বুধবার বিকেলে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু আলোচনায় বসেন ১১ জন পরিচালকের সাথে। কী কী আলোচনা হল? পরিচালক পরমব্রত কী বললেন?
প্রথমবার ফেডারেশনের কথা সরকারি তরফে শোনা হল। উপস্থিত ছিলেন মাননীয় তথ্য সম্প্রচার বিভাগ, উকিল ও যাদের যাদের কেস চলছে তারাও ছিলেন। উপস্থিত ছিলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), সুদেষ্ণা রায় ( Sudeshna Roy), সুব্রত সেন (Subrata Sen), ইন্দ্রনীল রায় চৌধুরী (Indranil Roychowdhury)প্রমুখ। তবে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন না এই আলোচনায়।
কোন সুরাহা হল? (Parambrata Chatterjee)
পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) জানান, যে আলোচনা হয়েছে, তা নিঃসন্দেহে ইতিবাচক। পরিচালকের মতে, অনেকদিন ধরেই তাঁরা পরিচালকেরা কথা বলার জন্য অর্থাৎ আলোচনা করার চেষ্টা করে যাচ্ছেন। আর সেটা না করতে পেরেই এত কিছু করা। তবে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে অনেকটা সময় নিয়ে তাঁদের কথা শোনা হয়েছে, বলে জানান পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।
আর কী বাধা আসবে? (Parambrata Chatterjee)
পরিচালক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) মতে, আলোচনার পরেও কোনও বাধা আসবে কি তা তিনি বলতে পারবেন না। কারণ যারা ফেডারেশন চালান অর্থাৎ ফেডারেশনের পক্ষ থেকে বলা সম্ভব। কারণ অফিসিয়ালি বা আন অফিসিয়ালি তিনি কিছু জানেন না, যে টেকনিশিয়ান বা কলা কুশলীরা কেন আসেননি বা আসবো বলেও তাঁরা কাজে আসেননি। তিনি বলেন, ‘আমাদের কাছে খুলে বলছেন না কী কারণে তাঁরা এমন করছেন। তাই উত্তর দেওয়া সম্ভব নয় এখনই।’
আরও পড়ুন: Satyajit Ray: বাংলাদেশে ধ্বংস সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে! গর্জে উঠলেন ভারতের অভিনেত্রী
সমস্যায় পড়া
পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) বলেন, তিনি পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সবেমাত্র তিনি ফিরেছেন। হয়ত আগামীতে এমন সমস্যা তাঁকেও ফেস করতে হতে পারে। তবে প্রত্যক্ষ প্রমাণ এখনও পর্যন্ত তিনি পাননি। তাই এখনই তাঁর পক্ষে বলা সম্ভব নয় যে তাঁর কাজেও অসুবিধা আসতে পারে কিনা। কী কী আলোচনা হল বৈঠকে? এই বিষয়ে পরমব্রত কিছুই বলেননি। তাঁর কথায় মন্ত্রক ও তাঁদের পরিচালকদের মধ্যে কি কথা হয়েছে তা তিনি জানাতে পারেন না। কারণ তা নিয়ম বিরুদ্ধে।
আরও পড়ুন: Katrina Kaif: ক্যাটরিনার জন্মদিনে আদুরে ভিকি, পোস্ট ঘনিষ্ঠ ছবি!
মধ্যস্থতা করা
পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy) ও ইন্দ্রনীল রায় চৌধুরীর (Indranil Roychowdhury) কথায়, এই আলোচনা মধ্যস্থতার মিটিং ছিল না। তাঁর মতে, সরকার ফেডারেশনের সাথে তাঁদের মধ্যস্থতা করছে না। সরকার দু’পক্ষেরই কথা শুনবে। তারপর কোর্টকে রিপোর্ট দাখিল করবেন। সবশেষে বলা যায় এই আলোচনা আদৌ সুরাহা হয়েছে কি বলা যাবে না। সরকারের সাথে মুখোমুখি বসে আলোচনা করা গিয়েছে, তাঁদের সমস্যাগুলিকে নিয়ে। পরের শুনানি ২৩ জুলাই। ওই দিনের অপেক্ষায় পরিচালকেরা।