ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) অভিনয় করবেন। আর সেই ছবির পরিচালনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এই প্রথম এমনটা হতে চলেছে পর্দায়। এর আগে টলিপাড়ার এই দুই অভিনেতাকে একসঙ্গে চুটিয়ে অভিনয় (Acting) করতে দেখা গিয়েছে। দু’জনেরই পরিচালক হিসেবে স্বতন্ত্র পরিচয়ও রয়েছে। কিন্তু এই প্রথম হতে চলেছে, একটু ব্যতিক্রম ঘটনা। একে অপরকে পরিচালনা করতে চলেছেন। খুব শীঘ্রই দেখতে চলেছেন, নতুন সিরিজ ‘ভোগ’ (Bhog)। ‘হইচই’তে(Hoichoi) আসতে চলেছে এই সিরিজ।
অতিপ্রাকৃত ঘরানার সিরিজ (Bhog)
অতিপ্রাকৃত ঘরানার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বহু সিরিজ দর্শকদের মন জয় করে নিচ্ছে (Bhog)। সেই তালিকায় পিছিয়ে নিয়ে পরিচালক হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছে, ওয়েব সিরিজ ‘নিকষ ছায়া’ (Nikosh Chhaya)। নীরেন ভাদুড়িকে কেন্দ্র করে এই সিরিজ দর্শকদের বেশ পছন্দ হয়েছে। দর্শক তো রীতিমত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এর আগেও তাঁর পরিচালনায় ‘পর্ণশবরীর শাপ’ (Parnashavarir Shaap) যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালক হিসেবে পরমব্রত তাই আবারও সেই ঘরানার পথে হাঁটছেন।
আরও পড়ুন: Kumar Shanu: হাজির নকল কুমার শানু, বাজার খাচ্ছে আসল কুমার শানুর
নতুন সিরিজ (Bhog)
পরমব্রত নতুন করে আরেকটা সিরিজ পরিচালনা করার কথা ভেবে ফেললেন (Bhog)। আর সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। লেখা এবং কাহিনী অভিক সরকারের। এছাড়াও এই সিরিজে অন্যতম চরিত্রে দেখতে চলেছেন রজতাভ দত্তকে। দর্শকদের মনে ভোগ (Bhog) ওয়েব সিরিজ নিয়ে বেশ আগ্রহ দেখা দিয়েছে। কী থাকছে গল্পে? প্রকাশ্যে এসেছে তারই এক ঝলক।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
সামনে এল ছবি
আপাতত পরমব্রত আর অনির্বাণের যে ছবি সামনে এসেছে, সেখানে দেখা গিয়েছে এই দু’জনের পরনেই রয়েছে কালো স্যুট। অনির্বানের মাথায় রয়েছে হ্যাট।।অপরদিকে পরমব্রতর হাতে থাকা বইয়ের প্রচ্ছাদের লেখা ‘ভোগ’। সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখছেন শ্রীজীব। সঙ্গে পরমব্রত রয়েছেন।
আরও পড়ুন: Pinky Banerjee: কাঞ্চনের দ্বিতীয় সন্তান জন্মের পরেই চ্যালেঞ্জের মুখে পিঙ্কি? কী বোঝাতে চাইলেন?
শেষ হয়নি কাস্টিং
এখনও পর্যন্ত সিরিজের সব কাস্টিং চূড়ান্ত হয়নি। সেটা নিয়েও আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, হয়ত ২০২৫ এর শুরু থেকে শুটিং শুরু হবে। কিন্তু হঠাৎ করেই সিরিজের নাম ‘ভোগ’ কেন মনে করা হচ্ছে? এর আগে বই হিসেবে ‘ভোগ’ আর অডিও বুক হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এমনকি বড় পর্দাতেও এই কাহিনী দেখা গিয়েছিল ‘পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই’ (Purbo Poschim Dokkhin Uttor Ashbei ছবিতে)।
গল্পের মোড়
গল্পের মোড় কোন দিকে যাবে? সেটা নিয়ে যথেষ্ট টানটান উত্তেজনা রয়েছে। আপাতত যতদূর শোনা যাচ্ছে, কাহিনী এগোবে একজন একাকী মানুষের জীবনকে কেন্দ্র করে। যার হাতে হঠাৎ করেই একটি চলে আসবে পিতলের মূর্তি। রহস্যময় মূর্তিকে ঘিরে বদলে যাবে ওই ব্যক্তির জীবন। তবে শেষ পর্যন্ত কী হয়, গল্প কোন দিকে এগোবে, তার উত্তর রয়েছে সিরিজে।