ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পর্দায় শাশুড়ি বৌমার দ্বন্দ্ব নয়, একেবারেই আলাদা ঘরানার রহস্যের মোড়কে এক নতুন চরিত্র (Parashuram Ajker Nayok) আসছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’ (Parashuram Ajker Nayok) ধারাবাহিকের প্রোমো। সেখানেই দেখা গেল ইন্দ্রজিৎ বসুকে (Indrajeet Bose)। পুরুষ কেন্দ্রিক মেগা নিয়ে হাজির স্টার জলসা।
গল্পের মূল বিষয় (Parashuram Ajker Nayok)
এখানে নায়ক-নায়িকার প্রেম মূল বিষয় নয়। নায়ক নায়িকা ইতিমধ্যেই বিবাহিত (Parashuram Ajker Nayok)। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার। অর্থাৎ নায়ক-নায়িকার ঘরানার ধারাবাহিক এটি হচ্ছে না। আপাতত প্রোমো দেখে ধারণা করা হচ্ছে, এই ধারাবাহিক হতে চলেছে এক দুঁদে পুলিশ অফিসার কিংবা এক গোয়েন্দা কর্মকর্তার গল্প। যে একের পর এক রহস্যের পর্দা উন্মোচন করবে। এই গল্পের নায়ক অর্থাৎ পরশুরাম অপরাধীদের ত্রাস।
তৃণার কামব্যাক (Parashuram Ajker Nayok)
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোতে দেখা গিয়েছিল, বাইকে চেপে এন্ট্রি নিয়েছেন তৃণা সাহা (Trina Saha) এবং ইন্দ্রজিৎ বোস (Parashuram Ajker Nayok)। ওই প্রোমোতে চ্যানেলের অন্যান্য ধারাবাহিকের নায়ক নায়িকাদের একটু পশ্চিমি ঘরানার পোশাকে দেখা গিয়েছে। তবে তৃণাকে দেখা গিয়েছে শাড়িতে। অনুরাগীরা ধারণা করেছিলেন, তৃণাকে সেই লুকেই আসন্ন ধারাবাহিকে দেখা যাবে। সেই জল্পনাই সত্যি হল। তাছাড়া গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাস থেকে শোনা যাচ্ছিল, তৃণা ছোটপর্দায় কামব্যাক করবেন। আর সেটাই হল। তিনি স্টার জলসায় ধারাবাহিকে ফিরলেন, তাও আবার একদম নতুন জুটিতে।
আরও পড়ুন: Tollywood: ‘পরিচালকদের পরিকল্পিত ষড়যন্ত্র’, টলিপাড়ায় কাজ বন্ধে ক্ষুব্ধ স্বরূপ বিশ্বাস
রহস্যময় চরিত্রে ইন্দ্রজিৎ
এর আগে ইন্দ্রজিৎ বসুকে দেখা গিয়েছিল ‘সাথী’ ধারাবাহিকে। এবার তাঁকে দেখা যাবে রহস্যময় চরিত্রে। একাধারে বাবার কর্তব্য পালন করছেন, অপরদিকে স্বামীর কর্তব্য পালন করছেন। পাশাপাশি ঘরোয়া চরিত্রে তিনি অভিনয় করবেন। কিন্তু সেই চরিত্রের আড়ালেও রয়েছে পরাক্রমশালী এক ব্যক্তিত্ব। সেটাই এই গল্পের রহস্য। কেনই বা গল্পের নায়ক পরশুরাম স্ত্রী সন্তান পরিবার থেকে নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছে? নিজের আসল পরিচয় লুকিয়ে সাফল্যের সঙ্গে শেষ করছে, একের পর এক সিক্রেট মিশন। যে হাতে বাজারের ব্যাগ সামলাতে একটু নাজেহাল হচ্ছে, সেই হাতেই আবার ঘায়েল করছে অপরাধীদের।
আরও পড়ুন: Tollywood: ক্যাপ্টেনহীন টলিপাড়ায় দম বন্ধ করা পরিস্থিতি, পরিচালককে মিস করছেন কলাকুশলীরা!
প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শকরা
ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে আসতেই, অনুরাগীরা তো ভীষণ উচ্ছ্বসিত। প্রোমো সবারই ভালো লেগেছে। অনেকেই বলছেন, বহুদিন পর ব্যতিক্রমী ঘরানার একটা ধারাবাহিক দেখতে চলেছেন। আবার বহু দর্শক এও বলছেন, এই ধারাবাহিকটি আগামী দিনে স্লট লিড করবে। এখনও পর্যন্ত এই ধারাবাহিকের গল্পের বিস্তারিত কিছু জানা যায়নি। সম্প্রচারিত হওয়ার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। সংসার সামলে, অপরাধীদের দমনে এবার পর্দায় আসছে ‘পরশুরাম আজকের নায়ক’।