ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পরিবারের (Chopra) অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পড়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। মেয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান করে মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে দেওয়া হয়েছে তারই পরিবার থেকে। শুধু তাইই নয়, অতিথিদের আমন্ত্রণ জানিয়ে খাওয়ানোও হয়। হিন্দু রীতি-আচার মেনে এই অনুষ্ঠানের কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায়।
বাবা মায়ের কাছে চরমতম ‘অপরাধ’ (Chopra)
বাড়ি থেকে পালিয়ে পরিবারের অমতে এক যুবককে বিয়ে করেছেন ওই পরিবারের একমাত্র মেয়ে (Chopra)। আর সেটাই হয়েছে বাবা মায়ের কাছে চরমতম ‘অপরাধ’। প্রথমে মেয়েকে বাড়ি ফিরে আসতে বলা হয়েছিল। কিন্তু ভালোবাসার প্রিয় মানুষের ঘর ছেড়ে আসার নির্দেশ মানতে চাননি নব বিবাহিতা তরুণী। আর তাতেই এমন ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছেন তরুণীর বাবা ও অন্যান্য সদস্যরা।
বাড়ির অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে (Chopra)
পরিবারের সদস্যরা মনে করছেন, বাড়ির অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় মেয়ের মৃত্যু হয়েছে (Chopra)। পাশাপাশি গোটা পরিবারের সম্মান ও সামাজিক মর্যাদাহানি হয়েছে। সেই কারণেই জীবীত মেয়ের শ্রাদ্ধের আয়োজন। রীতিমত পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম হল জীবিত মেয়ের।
হিন্দু রীতি আচার মেনে শ্রাদ্ধানুষ্ঠান
পরিবারের সদস্যরা দস্তুরমত হিন্দু রীতি আচার মেনে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্রপাঠের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির থাকা, আত্মীয়স্বজন সব গ্রামবাসীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। স্থানীয় বাসিন্দা বর্ষীয়ান শিশুলাল সিংহ আক্ষেপ করে বলেন, “আগামীতে যাতে আর কেউ বাবা-মায়ের অমতে বিয়ে না করেন, সেজন্যই এই শ্রাদ্ধশান্তির আয়োজন।”
মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা
শনিবার হোলির দুপুরে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হল। এ হেন বিরল আয়োজনের সাক্ষী থাকলেন উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুরহাট এলাকার কয়েকশো গ্রামবাসী। ঘটনা জানাজানি হতে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। বাবার সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে বাড়ির একমাত্র কন্যা বিয়ে করেছে। মেয়ের বাবা-মা মনে করেন, তাঁদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। পরিবারের সম্মান নষ্ট করেছে। তাই মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানে। পরিবারের তরফে মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন।
আদালতের নির্দেশে সাবালিকাকে নতুন সংসারে ফেরত
গত ৯ মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়েও করেন তরণী। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করা হয়। পরে আদালতের নির্দেশে সাবালিকা মেয়ের জবানবন্দী নিয়ে তাঁর ইচ্ছায় নতুন সংসারে ফেরত পাঠানো হয় আইনি প্রক্রিয়ায়।