ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রায়ান আর পারুলের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন, একে অপরের প্রতি ভীষণ দায়িত্ববান (Parineeta Upcoming Episode)। দু’জনের সম্পর্কে একটা অমোঘ টান রয়েছে, তা স্পষ্ট। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছেন নতুন প্রোমো। যা দেখে ভীষণ খুশি অনুরাগীরা। আগামী দিনে আসছে আরও টান টান পর্ব। টগরের বিপদ কি তবে বদলে দেবে রায়ান এবং পারুলের সম্পর্ক?
দীর্ঘদিন শীর্ষে পরিণীতা (Parineeta Upcoming Episode)
বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষ জায়গা ধরে রেখেছে জি বাংলার (Zee Bangla) ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিক (Parineeta Upcoming Episode)। একেবারেই নতুন জুটি। নায়িকার ভূমিকায় অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee)। খুব অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে।
পারুলের লড়াই (Parineeta Upcoming Episode)
একদিকে রয়েছে পারিবারিক গল্প, অপরদিকে রয়েছে বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক দামাল ছাত্র-ছাত্রীদের হুল্লোড় (Parineeta Upcoming Episode)। এসবের মাঝে এক মেয়ের নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই। পারুল গ্রাম থেকে অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছে। সে চায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। ঘটনাচক্রে বিয়ে হয়েছে রায়ানের সঙ্গে। রায়ানের প্রতি পারুলের ফিলিংস থাকলেও, রায়ান যে কি চায় , তা এখনও স্পষ্ট নয়। তবে রায়ান বারংবার পারুলের বিপদে ঝাঁপিয়ে পড়তে বিন্দুমাত্র দেরি করে না।
প্রতিশোধের আগুনে জ্বলছে সমীরণ
কলেজের সহপাঠীদের উপর মানসিক অত্যাচারের অভিযোগে এক সপ্তাহের জন্য সাসপেন্ড হয়েছে রায়ান। এই ঘটনার পিছনে সে দায়ী করে পারুলকে। কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। তাই পারুলের সাথে রায়ানের সম্পর্কের মাঝে আবারও একটা অবিশ্বাসের দেওয়াল গড়ে উঠেছে। অপরদিকে পারুলকে মারতে না পেরে প্রতিশোধের আগুনে জ্বলছে সমীরণ। তার টার্গেটে এখন রয়েছে পারুলের বোন টগর।
আরও পড়ুন: Salman Khan: সেটে সলমনের দাদাগিরি, ভেঙেছে হাড়! পিঠ বাঁচাতে কী বললেন অভিনেতা?
প্রকাশ্যে টানটান প্রোমো
প্রোমোতে দেখা যায়, পারুল দৌড়ে এসে রায়ানের হাত ধরে বলে, “টগরকে বাঁচা, সমীরণ ওকে তুলে নিয়ে গেছে”। যদিও রায়ান বিষয়টা পাত্তা দেয় না। পারুলের হাত ছাড়িয়ে বলে, “তোর কোনও কিছুতেই আমি নেই।” তখন পারুল বলে।” ঠিক আছে, এবার আমি একাই যাবো টগরকে ফিরিয়ে আনতে।” যদিও রায়ান আবার এসে পারুলের হাত ধরে। সে যে বিপদে পারুলের পাশে আছে, তা বুঝিয়ে দেয়। ২৯ মার্চ থেকে ৩১ মার্চ, এই তিন দিন পরিণীতায় চলবে টানটান পর্ব।
আরও পড়ুন: Tamannaah-Vijay: প্রেম আইসক্রিমের মতো! তামান্নাকে ভুলে কাকে মন দিলেন বিজয়?
গল্পের মোড় কোনদিকে?
এই মুহূর্তে ধারাবাহিকে রয়েছে বেশ কয়েকটা প্রশ্ন। ইতিমধ্যেই পারুল বসু বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তার আশ্রয় এখন বিশ্ববিদ্যালয়ের ডিন স্যারের বাড়ি। সে নিজেকে বসু পরিবারের বউয়ের পরিচয়ে নয়, নিজেকে প্রমাণিত করতে চায় একজন সফল মেয়ে হিসেবে। এবার কোন দিকে মোড় নেবে গল্প? পারুল এবং রায়ানের সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে শিরিন। তবে কি গল্প আবর্তিত হবে ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে? উত্তর থাকছে আগামী দিনে।