ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১০০ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে (Parliaments Budget Session) কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সংসদে পশ্চিমবঙ্গের শাসকদলের সাংসদরা তামিলনাড়ু এবং কেরলের সাংসদদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সামিল হন। এর কিছুক্ষণ পরে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।
জানতে চাওয়া হয় কারণ (Parliaments Budget Session)
তৃণমূল এবং ডিএমকে-সহ বিরোধী দলগুলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন (Parliaments Budget Session) মন্ত্রকের কাছে জানতে চেয়েছিল, কেন বকেয়া টাকা এখনও দেওয়া হয়নি। গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি বকেয়া অর্থ আটকে রাখার কারণ ব্যাখ্যা করলেও বিরোধীরা সন্তুষ্ট হননি।
চলতে থাকে বিক্ষোভ
তারা লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে (Parliaments Budget Session) শুরু করেন। কেরলের বাম এবং কংগ্রেসের সাংসদরাও এই আন্দোলনে যোগ দেন। স্পিকার ওম বিড়লা বিক্ষোভরত সাংসদদের আসনে বসার আর্জি জানালেও বিক্ষোভ চলতে থাকে।
আরও পড়ুন: Wife Slapped Husband: চাই ১০ লাখ টাকা, বেডরুমে স্বামীর গলা টিপে সপাটে চড় স্ত্রীর!
কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান
এরপর, সংসদের মকরদ্বারের বাইরেও তৃণমূলের সাংসদরা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে স্লোগান দেন। তৃণমূল সাংসদ কল্যাণ দাবি করেন, বিজেপি বিরোধী রাজ্যগুলোতে ১০০ দিনের কাজে অর্থ আটকে রাখা হচ্ছে এবং কেন্দ্রকে সতর্ক করেন যে, যোগ্যদের টাকা আটকে রাখা উচিত নয়। তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে ‘বাংলা ও বাঙালি বিরোধী’ বলেও কটাক্ষ করেন।