ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ পাঁচজনের জামিনের মামলার শুনানি হবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে। সোমবার এই তৃতীয় বেঞ্চ ঠিক করে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি।
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ন’জনের জামিন নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিংহ রায়। তাই মামলাটির নিষ্পত্তি করতে এবার তৃতীয় বেঞ্চে পাঠানো হল। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি পাঠালেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় সহ সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা- এই পাঁচ জনের জামিনের আবেদনের ফয়সালা হবে। ফলে পার্থ সহ এই পাঁচ জনের ভবিষ্যৎ এখন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
আরও পড়ুন: Sujay Krishna Bhadra: ‘কালীঘাটের কাকু’ জামিনের মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
আরও পড়ুন: Allegation of Harassment: রাজ্যে ফের নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী ব্যক্তি
নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) দায়ের করা মামলায় গত বুধবার রায় দিতে গিয়ে ভিন্নমত পোষণ করেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দুই বিচারপতির। পার্থ চট্টোপাধ্যায় সহ মোট ৯ জনের জামিন মঞ্জুর করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু অপর বিচারপতি অপূর্ব সিংহ রায় আলাদা মত দেন। তিনি চার জনের জামিন মঞ্জুর করলেও পাঁচ জনের ক্ষেত্রে বিরোধিতা করেন। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহার জামিন দেননি বিচারপতি অপূর্ব সিংহ রায়। বিচারপতি অপূর্ব সিংহ রায় স্পষ্টই জানান, এঁরা জামিন পেলে গোটা মামলা প্রভাবিত হতে পারে।
আরও পড়ুন: TMC Working Committee Meeting: কর্মসমিতির বৈঠকে মুখোমুখি অনুব্রত-মমতা, সাংগঠনিক রদবদলে জল্পনা
তবে, নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান বা এজেন্ট হিসেবে কাজ করা কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুরে সহমত পোষণ করেন দুই বিচারপতিই। ফলে এই চারজন জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ বাকি পাঁচ মাথার জামিন নিয়ে দুই বিচারপতি ভিন্নমত পোষণ করায় এই মামলার রায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে যায়। সোমবার প্রধান বিচারপতি এই পাঁচ জনের জামিনের বিষয়টি ফয়সলা করতে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চে পাঠালেন। এখন সেখানেই পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনহা- এই ৫ জনের জামিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
নিয়োগ দুর্নীতিতে (Recruitment scam) সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ-সহ এই ৯ জন। প্রায় ছ’মাস ধরে ওই জামিন মামলাগুলির শুনানি চলে হাইকোর্টে। পুজোর আগেই শেষ হয় শুনানি। গত বুধবার রায় ঘোষণা করতে গিয়ে ভিন্ন মত পোষণ করেছিলেন দুই বিচারপতি।