ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজও শিকে ছিঁড়লো না পার্থর। ফের স্থগিত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলার শুনানি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি-র মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। প্রথম দিনের শুনানিতে কেন্দ্রীয় সংস্থাকে কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন এতদিন পার্থকে আটকে রাখা হয়েছে, সেই যুক্তিও চাওয়া হয়েছিল। কিন্তু রিপোর্ট না মেলায় সোমবার দ্বিতীয় দিনের শুনানিও স্থগিত হয়ে গেল।
নিয়োগ দুর্নীতিতে জামিন (Partha Chatterjee)
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হয়েছিলেন। এই মামলায় আগেই অর্পিতা মুখোপাধ্যায়, শান্তনু বন্দোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, কুন্তল ঘোষরা জামিনে ছাড়া পেয়েছেন। “পার্থ চট্টোপাধ্যায় প্রবীণ একজন ব্যক্তি। তাঁর নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে। তাছাড়া এখন তিনি আর প্রভাবশালীও নন।” এত সব যুক্তি দেখিয়ে এই মামলায় আগে গ্রেফতার হওয়া বেশ কয়েকজনের জামিনে মুক্তির তথ্য তুলে ধরে সুপ্রিম কোর্টে পার্থর হয়ে জামিন সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি।
ইডি-সিবিআই একসঙ্গে জেরা (Partha Chatterjee)
পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর একদিকে যেমন তাঁকে জেরা করেছে ইডি (ED) তেমনই সিবিআই (CBI) জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে । এদিন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ইডির হেফাজতে কতদিন ছিলেন এবং সিবিআই হেফাজতে কতজন ছিলেন, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: Housing Scheme Corruption: আবাসের ঘর শাসক নেতা স্কুল শিক্ষকের! গৃহহীনরা পাবে ঘর? উঠছে প্রশ্ন
কেন স্থগিত জামিন মামলার শুনানি? (Partha Chatterjee)
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার প্রথম দিনের শুনানিতেই এই সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল। আইনজীবীরা এই সমস্ত তথ্য আদালতে জমা করতে দেরি করেছেন। সেই কারণেই দ্বিতীয় দিনেও পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) জামিন মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছে। তারই জেরে সুপ্রিম কোর্টের বিচারপতি এদিন আইনজীবীদের কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন।
পরবর্তী শুনানি
এই পরিস্থিতিতে গত শনিবার শীর্ষ আদালতে ইডির আইনজীবী একটি রিপোর্ট জমা দিয়েছেন। পালটা রিপোর্ট দিয়েছেন পার্থের আইনজীবীও। তাই দু’পক্ষের রিপোর্ট পড়ে দেখতে সময় চেয়েছেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। রিপোর্টগুলি খতিয়ে দেখার পর আগামী বুধবার অথবা বৃহস্পতিবার শীর্ষ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Ayan Sil: নিয়োগ দুর্নীতিতে শর্তসাপেক্ষে জামিন অয়ন শীলের, কিন্তু এখনই নয় জেলমুক্তি
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ মামলায় ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল পার্থকে। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ পঞ্চাশ কোটির বেশি টাকা উদ্ধার হয়। কেন্দ্রীয় সংস্থা দাবি করেছিল, সেগুলি নিয়োগ দুর্নীতির টাকা। অর্পিতা সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। এখনও জেলেই রয়েছেন পার্থ।