ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ইডির করা মামলায় শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে নিম্ন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম গঠন করতে হবে। যে সমস্ত প্রত্যক্ষদর্শী ও সাক্ষীরা আক্রান্ত বা প্রভাবিত হতে পারেন তাদের বয়ান রেকর্ড করতে হবে। এবং তারপরই আগামী বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। জামিন পাওয়ার পর কোনও সরকারি পদে থাকা বা মন্ত্রী হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। তবে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি বিধায়ক থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
অপরদিকে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) করা মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তৃতীয় বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে বিচারাধীন রয়েছে।
এছাড়াও সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া শর্তগুলি হল (Partha Chatterjee):
১) আদালতের শীতকালীন অবকাশ শুরু হওয়ার আগে অর্থাৎ ৩১ ডিসেম্বরের আগে ট্রায়াল কোর্টে চার্জ ফ্রেম গঠন করার প্রক্রিয়া শেষ করতে হবে।
২) আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী, সাক্ষীদের প্রভাবিত হওয়ার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া শেষ করতে হবে।
৩) ইডি এবং ট্রায়াল কোর্টের এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এবং ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।
৪) জামিন পাওয়ার পর কোনও সরকারি পদে বা কোনো সরকারি দফতরের দায়িত্ব নিতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ তিনি মন্ত্রী হতে পারবেন না। তবে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক থাকতে পারবেন বলে নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।