ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Bail)। মামলায় এক এক করে জামিন পেতে শুরু করেছেন অনেকে। আবারও জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন তিনি। কিন্তু, জামিন হচ্ছেনা পার্থ চট্টোপাধ্যায়ের। এই প্রশ্নই করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর সেই জামিনের আর্জিতে ভর্ৎসনার সুর বিচারপতির গলায়।
জেলবন্দি পার্থ (Partha Chatterjee Bail)
নিয়োগ দুর্নীতি মামলায় একে একে সবাই জামিন পেতে শুরু করেছেন। কিন্তু, এখনো বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Bail)। জামিন পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। জামিনের আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে। বুধবার শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, জামিন পাচ্ছেন অন্যরা। তবে কেন জামিন হবে না পার্থ চট্টোপাধ্যায়ের?
ভর্ৎসনা বিচারপতির (Partha Chatterjee Bail)
সুপ্রিম কোর্টের বিচারপতি তখন ভর্ৎসনা করেন পার্থর আইনজীবীকে (Partha Chatterjee Bail)। বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জল ভূঁইয়ার বেঞ্চ প্রশ্ন তোলেন, ইতিমধ্যেই জামিন পাওয়া অন্যান্যদের সঙ্গে নিজেকে এক সারিতে বসাতে চাইছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? এই দাবি করার আগে পার্থ চট্টোপাধ্যায়ের সংযত হওয়া উচিত ছিল। উচিত ছিল লজ্জিত হওয়া। তবে বুধবার কোনো রায় দেয়নি সুপ্রিম কোর্ট। স্থগিত রাখা হয়েছে পার্থর জামিনের আবেদনের ওপর রায়।
আরও পড়ুন: West Bengal Police: রাজ্য পুলিশে রদবদল, সরানো হল রাজ্যের গোয়েন্দা প্রধানকে
অর্পিতার জামিন
২০২২ সালে যখন তাঁকে গ্রেফতার করা হয়েছিল তখন তিনি ছিলেন না শিক্ষামন্ত্রী পদে। ছিলেন রাজ্যের শিল্প মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ। গ্রেফতারির পর মন্ত্রিত্ব খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ট বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে ইডি। অর্পিতার দুটি বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোটিরও বেশি টাকা। সঙ্গে অনেক অলঙ্কার। সেই অর্পিতাও কিছুদিন আগে জামিন পেয়ে গেছেন। তবে কেন পার্থকে ভর্ৎসনা?
আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশে মৌলবাদের দাপট, সংখ্যালঘুদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ
কেন জামিন পেলেন অর্পিতা?
সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যতদিন কারাবাস হতে পারে তাঁর তিনভাগের একভাগ সময়কাল কেউ হেফাজতে থাকলে তাকে জামিন দেওয়া যায়। মহিলা অভিযুক্তদের ক্ষেত্রে বিষয়টির ওপর বিশেষভাবে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষনকে হাতিয়ার করে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। তাছাড়া শিক্ষকতার চাকরি চুরি ও বিক্রির যে অভিযোগ উঠেছে তাঁর দায় কিছুতেই এড়াতে পারেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ফলে বারবার বাঁধা পাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। ভর্ৎসনা করছে সুপ্রিম কোর্টও। অভিমত আইন বিশেষজ্ঞদের।