ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেস্ট ক্রিকেটে জেমস অ্যান্ডারসনের থেকে বেশি বার শচীন টেন্ডুলকারকে (Tendulkar-Anderson Trophy) আউট করেননি কোনও বোলার। অ্যান্ডারসন মোট নয়বার আউট করেছেন শচীনকে।
২০ জুন থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ (Tendulkar-Anderson Trophy)
এই গ্রীষ্মে ইংল্যান্ড ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হতে চলা টেস্ট সিরিজ প্রাক্তন খেলোয়াড়দের সম্মান জানাতে পেতে চলেছে এক নতুন নাম। এই নাম হবে শচীন তেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসনের নামে (Tendulkar-Anderson Trophy)। এই সিরিজ থেকে দুই দলের খেলা হবে ‘তেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’ নিয়ে।
ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন হবে সিরিজ শুরুর আগেই। ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের এই সিরিজ।
টেস্ট ক্রিকেটের দুই কিংবদন্তি একসঙ্গে সম্মানিত (Tendulkar-Anderson Trophy)
শচীন তেন্ডুলকর এখনও পর্যন্ত টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক (Tendulkar-Anderson Trophy)। তিনি ১৫,৯২১ রান করেছেন ২০০টি টেস্টে। ১৯৮৯ থেকে ২০১৩ পর্যন্ত ভারতের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। অন্যদিকে, জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের সর্বকালের সেরা উইকেটশিকারি এবং টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল পেসার। তার ঝুলিতে রয়েছে ৭০৪টি উইকেট।
আরও পড়ুন: Gambhir on Bumrah: ইংল্যান্ড সিরিজে পুরো খেলতে নাও পারেন বুমরাহ, জানালেন কোচ গম্ভীর
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অ্যান্ডারসন ইংল্যান্ড দলের বোলিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এখন তিনি আবার কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। ওল্ড ট্র্যাফোর্ডে এক বছরের জন্য তার চুক্তি নবায়ন হয়েছে।
মুখোমুখি ১৪ টেস্টে, অ্যান্ডারসনের কাছে ৯ বার আউট সচিন
তেন্ডুলকর ও অ্যান্ডারসন মোট ১৪টি টেস্টে একে অপরের বিপক্ষে খেলেছেন (Tendulkar-Anderson Trophy)। এই ম্যাচগুলোয় অ্যান্ডারসনই সেই বোলার, যিনি সচিনকে সবচেয়ে বেশি, ৯ বার, আউট করেছেন। এই ধরনের সম্মান আগে দেখা গেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যেকার সিরিজে, যেখানে ‘ক্রো-থর্প ট্রফি’ চালু হয়। প্রাক্তন ব্যাটার মার্টিন ক্রো (নিউজিল্যান্ড) ও গ্রাহাম থর্প (ইংল্যান্ড)-এর নামে ওই ট্রফি চালু হয়েছিল। ২০২৩ সালে ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরে প্রথমবার ওই ট্রফি নিয়ে খেলা হয়, যেখানে ইংল্যান্ড ২-১ সিরিজ জেতে।
পাতৌদি ট্রফির বদল, পরিবারকে জানানো হয়েছে
ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ এতদিন খেলা হতো পাতৌদি ট্রফি নিয়ে। পাতৌদি পরিবার এক সময় ভারতের হয়ে এবং তার আগে ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন। নবাব পাতৌদি (বাবা) ১৯৩০ ও ৪০-এর দশকে ইংল্যান্ড ও ভারতের হয়ে খেলেন। তার ছেলে মনসুর আলি খান পাতৌদি ১৯৬০-৭০-এর দশকে ভারতের অধিনায়ক ছিলেন।
আরও পড়ুন: Business Behind Buying RCB: অবশেষে আইপিএল ট্রফি বেঙ্গালুরুর ঘরে! মালিয়া জানালেন RCB কেনার কারণ
এই ট্রফি পরিবর্তন নিয়ে পাতৌদি পরিবারকে আগেই জানানো হয়েছে। ২০২১-২২ সালে অনুষ্ঠিত সিরিজ ২-২ ড্র হওয়ায় ইংল্যান্ডই পাতৌদি ট্রফির বর্তমান এবং চূড়ান্ত ঠিকানা।
ভারতে এখনও ‘অ্যান্টনি ডি মেলো ট্রফি’, বদলের সম্ভাবনা অনিশ্চিত
ভারতের মাটিতে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য এখনও পর্যন্ত খেলা হয় ‘অ্যান্টনি ডি মেলো ট্রফি’ নিয়ে। এটি প্রাক্তন ভারতীয় ক্রিকেট প্রশাসক অ্যান্টনি ডি মেলোর নামে নামাঙ্কিত। এই ট্রফি চালু থাকবে কি না, বা নতুন তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি সেটির জায়গা নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
ভারত এই মুহূর্তে ডি মেলো ট্রফির ঠিকানা, কারণ ২০২৪ সালের সিরিজে তারা ৪-১ ব্যবধানে জয় পেয়েছিল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।