ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাটুলির বিদ্যাসাগর কলোনিতে (Patuli Incident) বুধবার একটি সত্তরোর্ধ্ব বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। এই তদন্তের নতুন মোড় এসেছে প্রকাশ্যে।
খুনের পর (Patuli Incident)
নিহত বৃদ্ধার নাম মালবিকা (Patuli Incident) মিত্র। তিনি তার ছেলের সঙ্গে থাকতেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে, এবং মৃত্যুর পরে তার দেহে আগুন লাগানো হয়েছিল।
চলছে বিস্তারিত তদন্ত (Patuli Incident)
বৃদ্ধার প্রতিবেশীরা জানান, বুধবার দুপুরে ধোঁয়া দেখে তারা বাড়িতে যান এবং দেখেন বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে আছেন, তার গায়ে আগুন লাগানো ছিল। মুখের উপর একটি বালিশ চাপা ছিল এবং বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। প্রতিবেশীরা জানান, বৃদ্ধার ছেলে প্রতি দিন তাকে ঘরে রেখে বাইরেই কাজ করতে যেতেন, বুধবারও তা হয়। তবে, কে বা কারা ঘরে ঢুকল, সেটা নিয়ে তদন্ত চলছে।

চলছে জিজ্ঞাসাবাদ
পুলিশ জানিয়েছে, বৃদ্ধার ছেলের এখনও খোঁজ পাওয়া যায়নি, যা তদন্তে সন্দেহের সৃষ্টি করেছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলেও, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর খুনের ধারাও যুক্ত করা হয়েছে। তদন্তের অগ্রগতিতে পুলিশ সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করছে।