Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মাত্র এক দিনের ব্যবধানে মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানার দুই বাঘিনীর(Tigress Death at Alipore Zoo)। মঙ্গলবার মারা গেল ১৭ বছরের বাঘিনী ‘পায়েল’, আর বুধবার সকালেই শেষ নিঃশ্বাস ফেলল সাদা বাঘিনী ‘রূপা’। এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জ়ু অথরিটি।
প্রথম মৃত্যু: পায়েল (Tigress Death at Alipore Zoo)
ওড়িশার নন্দনকানন থেকে ২০১৬ সালে আনা হয়েছিল বাঘিনী পায়েলকে। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিল সে (Tigress Death at Alipore Zoo)। বয়সজনিত সমস্যার পাশাপাশি খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি হাঁটাচলার ক্ষমতাও হারিয়েছিল। অবশেষে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার।
দ্বিতীয় মৃত্যু: রূপা(Tigress Death at Alipore Zoo)
এরপর বুধবার সকালে মারা যায় ২১ বছরের সাদা বাঘিনী ‘রূপা’(Tigress Death at Alipore Zoo)। আলিপুরেই জন্মেছিল সে। তার মা কৃষ্ণা ছিল ডোরাকাটা বাঘিনী, আর বাবা অনির্বাণ ছিল সাদা বাঘ। কর্তৃপক্ষ জানিয়েছে, রূপার বয়সজনিত অসুখে এক পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। বার্ধক্যজনিত সমস্যার জেরেই তার মৃত্যু বলে দাবি চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

আরও পড়ুন : Indian Join Russian Military : রুশ সেনায় ভারতীয় নাগরিকদের যোগদানে উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির
সন্দেহ ও তদন্ত
তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই সন্দেহ দানা বেঁধেছে। সেন্ট্রাল জ়ু অথরিটির নির্দেশে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দু’টি মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ভিসেরা পরীক্ষার রিপোর্টের পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
কর্তৃপক্ষের দাবি বনাম বিশেষজ্ঞদের প্রশ্ন
চিড়িয়াখানা (Zoological Garden Alipore) কর্তৃপক্ষ বলছে, দু’টি মৃত্যুই হয়েছে বার্ধক্যজনিত কারণে(Tigress Death at Alipore Zoo)। তবে প্রাণীপ্রেমী ও বিশেষজ্ঞরা মনে করছেন, এত কম সময়ের ব্যবধানে দুই প্রাণীর মৃত্যু অস্বাভাবিক। শুধু বয়সজনিত কারণে এই মৃত্যুগুলি ঘটেছে কিনা, নাকি পরিচর্যা, খাদ্য বা পরিবেশগত ত্রুটি তার পেছনে রয়েছে—সেটি খতিয়ে দেখার দাবি উঠছে।
আরও পড়ুন : Scam In Panchayat Office : পঞ্চায়েতে ৫০০ টাকায় মিলছে জন্মসার্টিফিকেট!
ক্ষোভ ও উদ্বেগ (Tigress Death at Alipore Zoo)
প্রাণীপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, একের পর এক বাঘের মৃত্যু আলিপুর চিড়িয়াখানার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার মান নিয়ে প্রশ্ন তুলছে। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় দর্শনার্থীরাও দাবি তুলেছেন, সঠিক তদন্ত ছাড়া এই মৃত্যুগুলি ‘স্বাভাবিক’ বলে দায় এড়াতে পারবে না কর্তৃপক্ষ।
তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই সন্দেহ দানা বেঁধেছে। সেন্ট্রাল জ়ু অথরিটির নির্দেশে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দু’টি মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ভিসেরা পরীক্ষার রিপোর্টের পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।