Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচটি হাই-স্কোরিং ম্যাচ হওয়ার পাশাপাশি (PBKS vs CSK), ফিল্ডিং বিপর্যয়েও পরিণত হয়েছিল। আজ জেরে এই ম্যাচকে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
প্রিয়াংশের সেঞ্চুরি, ৮টি ক্যাচ মিস, হতাশা বাড়াল ফিল্ডিংয়ে (PBKS vs CSK)
আইপিএল ২০২৫-এ মুল্লানপুরে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচটি রীতিমতো রানবন্যায় পরিণত হয় (PBKS vs CSK)। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস তোলে ২১৯/৬। দলের হয়ে তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য মাত্র ৪২ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই চালালেও চেন্নাই করতে পারে মাত্র ২০১ রান। ১৮ রানে ম্যাচটি জিতে নেয় পাঞ্জাব। তবে ম্যাচটি শুধু রানের হিসাবেই নয়, ফিল্ডিংয়ের দিক থেকেও দুই দলের জন্যই ছিল একেবারে দুঃস্বপ্নের।
ফিল্ডিংয়ে বেহাল অবস্থা, নষ্ট ৮টি ক্যাচ (PBKS vs CSK)
ম্যাচজুড়ে মোট ৮টি ক্যাচ পড়ে যায় দুই দলের খেলোয়াড়দের হাত থেকে (PBKS vs CSK)। এই ভয়াবহ ফিল্ডিং দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। সোশ্যাল মিডিয়া X-এ (আগের টুইটার) তিনি লেখেন, “আজকের ম্যাচে ৮টা ক্যাচ পড়ল। এত ক্যাচ তো লেজেন্ডস লিগেও পড়ে না ভাই!”
এই সব মিস ফিল্ডিংয়ের ফলেই দুই দলকেই চড়া মূল্য দিতে হয়। চেন্নাই খরচ করে ২১৯ রান আর পাঞ্জাব হয়তো আরও আগেই ম্যাচ জিততে পারত যদি সব ক্যাচ ধরা যেত।
চেন্নাই অধিনায়কের হতাশা
ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকওয়াড বলেন, “গত চার ম্যাচে ফিল্ডিং-ই আমাদের সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছে। আমরা একের পর এক ক্যাচ ফেলছি, যেই ব্যাটসম্যানের ক্যাচ পড়ছে, সে-ই পরে ১৫-২০-৩০ রান করে ফেলছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা নিয়মিত উইকেট পেলেও ওরা গতি ধরে রাখে। যদি ১০-১৫ রান কম হতো, তাহলে আমাদের সাহায্য হত। তবে সব মিলিয়ে ক্যাচ ফেলার দিকেই ম্যাচটা গড়িয়েছে। ব্যাটিংয়ের দিক থেকে পারফরম্যান্স ভালো ছিল। রচিন আর কনওয়ে, যারা পেস ভালো খেলে, ওপেন করতে নেমেছিল। পাওয়ারপ্লে-ও ভালো গেছে। দু-তিনটে বড় শট দূরে ছিলাম আমরা। ডেভন বেশি টাইমিং নির্ভর ব্যাটসম্যান।”
পাঞ্জাবের ঘুরে দাঁড়ানো, চেন্নাইয়ের টানা চতুর্থ হার
এই জয়ে পাঞ্জাব কিংস ফিরে এল জয়ের রাস্তায়। আগের ম্যাচে তারা হেরেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জন্য এটা ছিল টানা চতুর্থ হার। পাঁচ ম্যাচে মাত্র একবার জিতে এখন তারা পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে।