অভ্রদ্বীপ দাস, কলকাতা: শেষের মুখে উৎসবের মরশুম। আজ ধনতেরাস। সকাল থেকেই সোনার দোকানগুলিতে চলছে কেনাকাটার ধুম। নিজেদের সাধ্যমত সোনার গয়না কিনতে দোকানে ভিড় করেছেন উৎসাহী ক্রেতারা। মঙ্গলে লক্ষীলাভে মুখে চওড়া হাসি স্বর্ণ ব্যবসায়ীদেরও।
দীপাবলি হোক দিওয়ালি, উৎসবের আনন্দ সবার। তার আগেই আজ ধনতেরাস। অনেকেই আজকের এই দিনে সমৃদ্ধির প্রতীক হিসেবে সোনা কেনেন। সোনা কেনার পিছনে নানারকম মিথ যেমন আছে তেমনই অলঙ্কার হিসেবে সোনার জৌলুস হার মানায় অন্যসব ধাতুর গয়নাকে। কিন্তু সে সব পেরিয়ে আজকাল যেন এটি রেওয়াজে পরিণত হয়েছে। দাম যতই হোক, অনেকেই এই মরশুমে কমবেশি সোনা কেনেন।
শুরু হয়ে গিয়েছে ধনতেরস উৎসব। মঙ্গলবার সকাল থেকেই শহরের নামীদামী দোকানের পাশাপাশি ভিড়ের ছবি ধরা পড়েছে শহরতলির সোনার দোকানগুলিতেও। গত কয়েক মাসে হলুদ ধাতুর দাম বাড়লেও উৎসবের মরসুমে কমবেশি সবাই পছন্দ করেন নিজেদের সাধ্যমত সোনা কেনার। অন্যদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সোনার দামের গন্ডিও ৮০ হাজার ছুঁই ছুঁই! সেখানে দাঁড়িয়ে ধনতেরাসে সোনা বিক্রি করে কতটা লক্ষী লাভ হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের? তা অবশ্য সময়ই বলবে!
আরও পড়ুন: https://tribetv.in/explosive-sujata-mandal-is-against-tmc/
ধন ত্রয়োদশীর দিনে মূলত ধন্বন্তরীর পুজো করা হয়। কার্তিক মাসের ধনত্রয়োদশীতে সোনা, রুপোর মতো শুভ জিনিস কেনার রীতি রয়েছে। মনে করা হয়, এমন দিনে ঘরে যা আনা হবে, তা ১৩ গুণ বেড়ে যায়। আর এই রেওয়াজকে সঙ্গী করে ধনতেরাসে আজও অমলিন সোনা কেনার চাহিদা। শুধু তাই-ই নয়, আজকালকার দিনে ধনতেরাসে সোনা কেনার চাহিদা শুধুমাত্র বাঙালি, অবাঙালিদের মধ্যেই আবদ্ধ নেই। সর্বধর্ম সমন্বয়ে এই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও।