ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি করের ঘটনা সোমবার রায় দিয়েছে শিয়ালদহ আদালত। দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের রায় দিয়েছেন বিচারপতি অর্নিবাণ দাস। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন। রাজ্যের তরফে মঙ্গলবার হাইকোর্টে আবেদন করা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে প্রতিক্রিয়া। এই বিষয়ে ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন (RG Kar Verdict News)।
আরজি করের ঘটনার পর থেকে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল নাগরিক মহল। রাত দখলে নেমেছিলেন আট থেকে আশি। সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ দেখা গিয়েছিল। ঘটনার তদন্তের ভার কলকাতা পুলিশের থেকে যায় সিবিআইয়ের হাতে। মুখ্যমন্ত্রী এই ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন প্রথম থেকেই (RG Kar Verdict News)।
সোমবার শিয়ালদহ আদালতের বিচারপতি অর্নিবাণ দাস এই ঘটনাকে বিরলতম হিসেবে গণ্য না করে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু সাজা ঘোষণা করেছেন। এরপরই মঙ্গলবার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মৃত্যুদণ্ডের পক্ষে আবেদন করেছে রাজ্য। সামগ্রিক ঘটনা নিয়ে সমাজের আইনজীবী থেকে চিকিৎসক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া (RG Kar Verdict News)।
আরও পড়ুন: https://tribetv.in/apdr-apeals-chief-justice-division-bench-of-high-court/
কেউ কেউ যেমন মনে করছে মৃত্যুদন্ডের বদলে এই শাস্তিই সঠিক হয়েছে। আবার কোনও কোনও মহলের মতে মুখ্যমন্ত্রীর রায়ে অসন্তোষ আদতে সিবিআইয়ের বিরুদ্ধে (RG Kar Verdict News)। কারণ জয়নগর, ফারাক্কার ঘটনায় মৃত্যুদন্ড হয়েছিল। দুইক্ষেত্রেই তদন্তের ভার ছিল রাজ্য পুলিশের হাতে। ফলে সিবিআইয়ের থেকে অনেক তথ্য নির্ভর করে রাজ্য পুলিশের মামলা সাজানোর জন্যই এটা সম্ভব হয়েছিল।
আরও পড়ুন: https://tribetv.in/people-facing-trouble-due-to-tangra-flat-leaning-case/
অন্যদিকে আরজি করের মতো জয়নগর বা ফারাক্কার কেসে প্রভাবশালী তকমা ছিল না। পুলিশ বা প্রভাবশালীর যুক্ত থাকার সূত্র ছিল না, এমন মতও উঠে আসছে কোনও কোনও মহল থেকে। সবমিলিয়ে এখন দেখার আরজি কর কাণ্ডের জল কতদূর গড়ায় (RG Kar Verdict News)।