একটা সময় কথা ছিল রায়গঞ্জে (Raiganj) এইমস(AIIMS)স্থাপনের । কিন্তু দীর্ঘ টানাপোড়েনের পর রায়গঞ্জে তৈরী হয়নি এইমস হাসপাতাল। এবার ফের সংসদে রায়গঞ্জে এইমস স্থাপনের দাবি তুললেন সাংসদ কার্তিক চন্দ্র পাল (Kartick Chandra Paul)। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)কাছে আর্জি জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দ্বিতীয় এইমস তৈরির প্রস্তাব দেওয়ার।
উত্তর দিনাজপুরে আজও হয়নি এইমস (AIIMS)
প্রিয়রঞ্জন দাশমুন্সি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন রায়গঞ্জকে (Raiganj) দেখিয়ে ছিলেন এইমসের(AIIMS) স্বপ্ন । যে স্বপ্নকে ঘিরে রায়গঞ্জ শহর তো বটেই, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা উদ্দীপিত হয়ে উঠেছিল। প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি রায়গঞ্জে এইমস হাসপাতাল তৈরিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার হয়েছিলেন। তবে দীপা চেষ্টা করেও সেই এইমস-র স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেনি। রায়গঞ্জের পরিবর্তে এইমস তৈরী হয় কল্যাণীতে। কিন্তু কালের নিয়মে চাপা পড়ে যায় রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মাণের বিষয়টি।
এখনও এইমসের আশায় রায়গঞ্জের মানুষ (AIIMS)
এইমস হাসপাতালের দাবীতে আজও সরব রায়গঞ্জ(Raiganj)তথা জেলা তথা গোটা উত্তরবঙ্গের মানুষ । আজও এইমসের(AIIMS) আশায় বেঁচে রয়েছে রায়গঞ্জের মানুষ। গোটা উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণে সোমবার সংসদে রায়গঞ্জে এইমসের দাবি তুললেন সাংসদ কার্তিক চন্দ্র পাল।
আরও পড়ুন: Health News: দুপুরে খাওয়ার পর ভাতঘুমের অভ্যাস! অজান্তে কোন বিপদ ডাকছেন জানেন ?
এইমসের দাবি কার্তিক চন্দ্র পালের
এদিন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, ”প্রিয়রঞ্জন দাশমুন্সি সাংসদ থাকাকালীন রায়গঞ্জে এইমস স্থাপনের অনুমোদন হয়েছিল। পরে সেই এইমস হাসপাতাল স্থাপিত হয় কল্যাণীতে । ২০২৪ সালে সাংসদ হবার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রায়গঞ্জে দ্বিতীয় এইমস স্থাপনের অনুমোদনের জন্য অনুরোধ করি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান পশ্চিমবঙ্গ সরকার থেকে দ্বিতীয় কোনো এইমস তৈরির প্রস্তাব আসেনি।”
এদিন সংসদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দ্বিতীয় এইমস তৈরির প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ জানান বিজেপি সাংসদ। রায়গঞ্জে এইমস তৈরী হলে শুধু উত্তরবঙ্গ নয়, বিহার ঝাড়খণ্ডের মানুষও উপকৃত হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: Health Tips: শরীরে ইমিউনিটি বাড়াতে পান করুন পাকচুইয়ের জুস, তফাৎ বুঝবেন সহজেই
কেন এইমস নির্মাণে বাধা?
এইমসকে উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে সরিয়ে কল্যাণীতে নিয়ে যাওয়া হয়েছে । অভিযোগ উঠেছে বঞ্চনার শিকার ‘উত্তরবঙ্গ’। এইমস কেন্দ্রের সরকারের অধীনে। হাসপাতালের জন্য জমি দিতে হয় রাজ্যকে । ফলে রায়গঞ্জে এইমস না হওয়ায় প্রশ্নের মুখে কেন্দ্র ও রাজ্যের শাসকদল । মানুষের দাবিকে হয়তো তাই সংসদে তুলে ধরতে বাধ্য হলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ। তবে এই দাবি কোনো একটা রাজনৈতিক দলের না । এই দাবি গোটা উত্তরবঙ্গের মানুষের । রায়গঞ্জের তো বটেই ।তবে কি রায়গঞ্জে তৈরী হবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এইমস? উদ্যোগ নেবে কি কেন্দ্র? জমি দেবে কি রাজ্য ? সাংসদ কার্তিক পালই না, জানতে চায় গোটা রায়গঞ্জ। জানতে চায় গোটা উত্তরবঙ্গ।