ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একদিকে পুজোর আনন্দ অন্যদিকে বুনো হাতির আতঙ্ক। সোনামুখী থানার পাথরমোড়া গ্রামে রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডব। ভাঙল দোকান। আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। দ্রুত ক্ষতিপূরনের আশ্বাস বন দফতরের। বাঁকুড়া জেলার জঙ্গল লাগোয়া এলাকার সাধারণ মানুষদের বছরের বেশিরভাগ সময় হাতির আতঙ্কেই রাত কাটাতে হয়।
বিভিন্ন সময়ে হাতির তাণ্ডবে ক্ষতির মুখে পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকদেরকে। পুজোর মধ্যেই আবারও হাতির তাণ্ডবে ভাঙল দুটি দোকান। যারফলে রীতিমতো আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। এ ছবি বাঁকুড়া জেলার সোনামুখী থানার পাথর মোড়া গ্রামের ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে সাধন ঘোষ ও প্রদীপ কাপুরী নামের দুই ব্যক্তির দোকানে তান্ডব চালায় বুনো হাতি। দোকানের একাংশ ভেঙে গুঁড়িয়ে দেয় বুনো হাতি। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাদের। সাধন ঘোষ নামের এক ক্ষতিগ্রস্ত দোকানদার জানান, দোকানের মালপত্র নষ্ট করেছে প্রায় ৯০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে । এমনিতেই দোকান ভালো চলে না এরকম পরিস্থিতিতে উপযুক্ত ক্ষতিপূরণ পেলে উপকার হয় বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: https://tribetv.in/ballyganj-21-palli-puja-theme-has-now-emerged-a-little-railway-station/
সূত্রের খবর, রাত হলেই বুনো হাতি লোকালয়ে চলে আসছে। তাই পুজোর মধ্যে সাধারণ মানুষরা চরম আতঙ্কিত হয়ে রয়েছেন। এলাকার সাধারণ মানুষদের ঠাকুর দেখতে জঙ্গল পেরিয়ে আসতে হয় শহরে। ফলে যে কোনও মুহুর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বনদফতরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করা হয়েছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী, দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে।