ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনেকেই পেঁয়াজ কলি(Peyaj Koli Benefits) পছন্দ করেন না। কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে এই পেঁয়াজকলি খেলে দারুণ উপকার পেতে পারেন আপনি। এই সবজি দেখতে সাধারণ হলেও, বা অনেকের ভালো না লাগলেও এই সব্জি কিন্তু পুষ্টিতে ভরপুর। পেঁয়াজকলি খেলে শরীরের ক্ষেত্রে দারুণ উপকার হয়। জেনে নিন এই সব্জি খাওয়ার ফলে কী কী উপকার পেতে পারেন আপনি।
হজমে সহায়তা করে (Peyaj Koli Benefits)
পেঁয়াজকলির মধ্যে উচ্চ পরিমাণে ফাইবার রয়েছে(Peyaj Koli Benefits)। এই সবজি খেলে গ্যাস্ট্রাইটিস, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিড রিফ্লাক্সের হাত থেকে মুক্তি পাবেন। পেটের গোলমালে ভুগলে ভাতের সঙ্গে পেঁয়াজকলির তৈরি পদ খেতে পারেন। আর যদি নিয়মিত এই সবজি খান রোজ সকালে পেট পরিষ্কার হয়ে যাবে কোনও ঝামেলা ছাড়াই।
চোখের জন্য উপকারী (Peyaj Koli Benefits)
পেঁয়াজ কলির মধ্যে ভিটামিন এ রয়েছে(Peyaj Koli Benefits)। এই পুষ্টি দৃষ্টিশক্তি বাড়ায়। চোখের প্রদাহ কমাতে এবং চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে।
আরও পড়ুন:Spring Onion: শীতের শেষে, ভাতের সাথে, হরেক পদের পেঁয়াজকলি
হাড়ের স্বাস্থ্য উন্নত করে
হাড়কে মজবুত করে তোলে পেঁয়াজকলি(Peyaj Koli Benefits)। এই সবজির মধ্যে ভিটামিন কে, ভিটামিন সি রয়েছে। এগুলো হাড়ের কার্যকারিতাকে উন্নত করে। ভিটামিন সি দেহে কোলাজেন গঠন করে, যা হাড়ের শক্তি বৃদ্ধি করে। অন্যদিকে, ভিটামিন কে হাড়ের ঘনত্ব বাড়ায়। জয়েন্টের ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তি পেতেও পেঁয়াজকলি খেতে পারেন।
ক্যান্সারের ঝুঁকি কমায়
পেঁয়াজকলির মধ্যে সালফার রয়েছে, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক। এ ছাড়াও এই সবজির মধ্যে ফ্ল্যাভনয়েড রয়েছে, যা ক্যান্সারের কোষকে বাড়তে দেয় না। নিয়মিত পেঁয়াজকলি খেলে আপনি ক্যান্সারের আশঙ্কা কমিয়ে ফেলতে পারবেন।
আরও পড়ুন:Hair Care With Carrot: চুলের স্বাস্থ্যের জন্য গাজর? জানুন এর উপকারিতা
ত্বকের জেল্লা বাড়ায়
ত্বকের যত্ন নিতেও পেঁয়াজকলি খেতে পারেন। পেঁয়াজকলির মধ্যে ভিটামিন এ ও সি পাওয়া যায়। এই দুই পুষ্টিই ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এই সবজি কোলাজেন গঠনে সহায়তা করে এবং ত্বককে মসৃণ রাখে। বলিরেখা, দাগছোপ প্রতিরোধে সাহায্য করে।
হার্টের জন্য উপযোগী
পেঁয়াজকলি এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাও বাড়ায়। পেঁয়াজকলি খেয়ে আপনি হার্টের স্বাস্থ্য উন্নত করতে পারেন। হার্টের পেশির যত্ন নেয় পেঁয়াজকলি।