ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তার অন্যতম ভরসা (PF KYC Update) ইপিএফ (Employees’ Provident Fund)। অবসরের পর পেনশন এবং এককালীন অর্থের সুবিধা পেতে প্রতিটি কর্মী এই অ্যাকাউন্টে নিয়মিত অবদান রাখেন। তবে অনেক সময় দেখা যায়, PF অ্যাকাউন্টে নাম কিংবা জন্মতারিখে ভুল থেকে যায়। এই ছোট ভুল ভবিষ্যতে টাকা তোলার সময় বড় সমস্যার কারণ হতে পারে। তাই সময় থাকতে এগুলো সংশোধন করাই বুদ্ধিমানের কাজ।
বাড়ি বসেই এই আপডেট (PF KYC Update)
আগে এই সংশোধনের জন্য অফিসের দরজায় দরজায় ঘুরতে (PF KYC Update) হতো। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে আপনি বাড়ি বসেই এই আপডেট করতে পারবেন। EPFO-এর ইউনিফাইড পোর্টাল ব্যবহার করে সহজেই নাম বা জন্মতারিখ সংশোধন এবং KYC আপডেট করা সম্ভব।
কী কী লাগবে? (PF KYC Update)
সংশোধনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে অন্যতম হল জন্মের (PF KYC Update) প্রমাণপত্র, যেমন জন্ম শংসাপত্র, স্কুলের মার্কশিট, পাসপোর্ট অথবা রাজ্য বা কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত কোনও সরকারি পরিচয়পত্র। যদি এগুলো না থাকে, তাহলে মেডিকেল সার্টিফিকেট ও আদালতের হলফনামাও গ্রহণযোগ্য।
জন্মতারিখ বা নাম ঠিক করার পদ্ধতি:
- প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
- UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন করুন।
- ‘Manage’ মেনুতে গিয়ে ‘Modify Basic Details’ সিলেক্ট করুন।
- আধার অনুযায়ী সঠিক নাম এবং জন্মতারিখ দিয়ে সাবমিট করুন।
- এরপর আপনার নিয়োগকর্তাকে অনুরোধ করতে হবে, যেন তিনি এই পরিবর্তনটি অনুমোদন করেন।

KYC আপডেটের ধাপ:
- একই পোর্টালে লগইন করে ‘Manage’ বিভাগে যান।
- সেখান থেকে ‘KYC’ অপশন বেছে নিন।
- এখানে আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যুক্ত করুন এবং আপলোড করুন প্রয়োজনীয় ডকুমেন্ট।
- ডেটা জমা হলে তা যাচাইয়ের জন্য নিয়োগকর্তার অনুমোদনের অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: Android Earthquake Alert: অ্যান্ড্রয়েড মোবাইলেই এখন ভূমিকম্প সতর্কতা, প্রাণ বাঁচাবে নতুন প্রযুক্তি
এইভাবে কোনও অফিসে না গিয়েই আপনি PF অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য হালনাগাদ করতে পারবেন। এতে সময় ও ঝামেলা দুটোই বাঁচে, এবং ভবিষ্যতের আর্থিক জটিলতা এড়ানো সম্ভব হয়। এখন আর অপেক্ষা নয়, ভুল থাকলে আজই সঠিক করে নিন আপনার ইপিএফ অ্যাকাউন্টের তথ্য।