Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার স্টাডিজে পিএইচডি করার সুযোগ পাবেন (PhD Programme)।
পিএইচডি করার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (PhD)
স্নাতকোত্তরের পর পিএইচডি করার জন্য সুযোগ খুঁজছেন নিউক্লিয়ার স্টাডিজে? তবে এবার সেই সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিউক্লিয়ার স্টাডিজে পিএইচডি করার জন্য শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের তরফে মোট ১৪টি বিষয়ে এই প্রোগ্রামে আগ্রহীদের ভর্তি নেয়া হবে (PhD)।
কোন কোন বিষয়ে পিএইচডি করতে পারবেন?
পিএইচডি করার সুযোগ পাবেন স্কুল অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং,স্কুল অফ কগনিটিভ সায়েন্স, স্কুল অফ এডুকেশন টেকনোলজি, স্কুল অফ ইলুমিনেশন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স, স্কুল অফ লেজার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ মেটিরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানোটেকনোলজি, স্কুল অফ মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন, স্কুল অফ মোবাইল কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশন, স্কুল অফ ন্যাচরাল প্রোডাক্টস স্টাডিস, স্কুল অফ নিউক্লিয়ার স্টাডিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন, স্কুল অফ ওশিয়ানোগ্রাফিক স্টাডিজ, স্কুল অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ওমেন’স স্টাডিজ এবং অ্যাডাল্ট, কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগে।

যারা আবেদন করতে
- মাস্টার অফ সায়েন্স (এমএসসি), মাস্টার্স অফ আর্টস (এমএ), মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই), মাস্টার অফ টেকনোলজি (এমটেক), মাস্টার অফ ফার্মাসি (এমফার্ম) বিষয়ে যাদের ডিগ্রি আছেন সেইসব ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
- তাছাড়াও চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ৭৫ শতাংশ নম্বর থাকা দরকার।
- পাশাপাশি আবেদনকারীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন: Silicone Spatula: মডার্ন কিচেনের হাতা- কুন্তিতেই লুকিয়ে বিষ!
আবেদন করবেন কীভাবে?
ইচ্ছুক ব্যক্তিরা ডাকযোগে স্পিড পোস্ট মারফত ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনমূল্য হিসাবে ধার্য কর হয়েছে ৫০০ টাকা।
যোগ্যতা যাচাই
যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে (PhD)।