ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছবি তুলতে ভালোবাসেন? তাহলে এই প্রতিযোগিতা আপনার জন্যই (Photographia 2025)। এখানে আপনার একটি ছবিই এনে দিতে পারে নাম, খ্যাতি ও পুরস্কার।
বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বিশেষ আয়োজন (Photographia 2025)
বিশ্ব ফটোগ্রাফি দিবস ১৯ আগস্ট ২০২৫। এই উপলক্ষে ট্রাইব টিভি ও কল্যাণী গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে বিশেষ ফটো প্রতিযোগিতা — ফটোগ্রাফিয়া ২০২৫ (Photographia 2025)।
কে অংশ নিতে পারবেন? (Photographia 2025)
এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ট্রাইব টিভির সকল দর্শক, যাদের বয়স ১৬ বছর বা তার বেশি। প্রতিযোগিতায় একজন অংশগ্রহণকারী কেবলমাত্র একটিই ছবি জমা দিতে পারবেন এবং সেই ছবির মৌলিক স্বত্ব তারই হতে হবে।
কপিরাইট ও ব্যবহারের অধিকার (Photographia 2025)
যে ছবি প্রতিযোগী জমা দেবেন সেই ছবির সম্পূর্ণ কপিরাইট থাকতে হবে অংশগ্রহণকারীর কাছেই। তবে ট্রাইব টিভি সামাজিক মাধ্যম, সম্প্রচার, প্রদর্শনী কিংবা প্রচারের উদ্দেশ্যে অংশগ্রহণকারীর নাম উল্লেখ করে এই ছবি ব্যবহার করবে। যদিও এর জন্য কোন অর্থ পাবেন না ছবি স্বত্বাধিকারী।
মূল্যায়ন পদ্ধতি
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অনলাইন শর্টলিস্টিং হবে। সেই শর্টলিস্টিং যে বিষয়গুলিকে মাথায় রেখে করা হবে সেগুলি হল থিমের সঙ্গে সামঞ্জস্য, সৃজনশীলতা, ছবির প্রভাব, ছবির কম্পোজিশন ও কারিগরি।
আরও পড়ুন: Record rainfall in Kolkata: জুলাইয়ে রেকর্ড বৃষ্টি কলকাতায়, গত ৫ বছরেও হয়নি এমন!
এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে অডিটোরিয়ামে, যেখানে ছবি প্রদর্শনের মাধ্যমে মূল বিচার করা হবে। এই পর্বে দেখা হবে, ছবির মাধ্যমে গল্প বলার ধরন, দর্শকদের এনগেজমেন্ট, শিল্পীসত্ত্বার প্রকাশ, থিম কতটা মিলছে এবং ছবিটির সামগ্রিক আকর্ষণ।
কিভাবে জমা দেবেন ছবি?
হাই রেজোলিউশনের ছবি ট্রাইব টিভির নির্ধারিত ফরম্যাট অনুযায়ী ১০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত অংশগ্রহণকারীদের পরবর্তী ধাপ সম্পর্কে আলাদা করে জানানো হবে। প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন আকর্ষণীয় প্রাইজ।
আরও পড়ুন: Kolkata Metro: এক বছরেও খুলবে না কবি সুভাষ মেট্রো স্টেশন! চরম দুর্ভোগের মুখে যাত্রীরা
এছাড়াও রয়েছে বিশেষ স্বীকৃতি। যিনি ট্রাইব টিভির জন্য সবথেকে বেশি রেফারেল, সাবস্ক্রাইবার বা ফলোয়ার আনতে পারবেন, তিনি পাবেন ডিজিটাল প্রশংসাপত্র, সামাজিক মাধ্যমে ফিচার এবং এক্সক্লুসিভ গুডি প্যাক বা অন্য উপহার।
অন্যান্য শর্তাবলি
নিয়ম মেনে ছবি তুলে জমা দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের ট্রাইব টিভির ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রাম ফলো করতে হবে। প্রতিযোগিতাটি নিজেদের সোশ্যাল মিডিয়াতে #Photographia2025 হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করতে হবে এবং ট্রাইব টিভিকে অন্তত একবার ট্যাগ করতে হবে। এছাড়াও তাদের ফলোয়ারদের ট্রাইব টিভি সাবস্ক্রাইব করতে উৎসাহ দিতে হবে।
পৌঁছে যান স্টারডমের আলোয়
আপনার ক্যামেরার চোখে ধরা এক ঝলক মুহূর্ত এবার আপনাকে পৌঁছে দিক আলোয়। জমা দিন আপনার সেরা ছবিটি, আর হয়ে উঠুন ট্রাইব টিভির ফটোগ্রাফিয়া ২০২৫-এর অন্যতম মুখ।