ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হইহই করে হয়ে গেল জি বাংলার (Zee Bangla) ফুলকির (Phulki) ৭০০ পর্ব সেলিব্রেশন। ৭০০ পর্ব মানে বুঝতে পারছেন? দেখতে দেখতে অতিক্রম করে ফেলল প্রায় দুই বছর। সাম্প্রতিক সময় যখন একের পর এক ধারাবাহিক মুখ থুবড়ে পড়ছে। কোনোটার মেয়াদ দুমাস তো কোনোটার মেয়াদ এক বছর। বহু ধারাবাহিক এক বছর অতিক্রান্ত করতে হিমশিম খাচ্ছে। সেখানে ফুলকি একেবারেই ব্যতিক্রম। কেমন হল সেটের ৭০০ পর্ব উদযাপন ? কারা কারা উপস্থিত ছিলেন?
দিব্যাণীর বাজিমাত (Phulki)
‘ফুলকি’ (Phulki) ধারাবাহিক, যার মূল ইউএসপি দিব্যাণী মন্ডল (Devyani Mandal)। এটাই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক। মাত্র ২১ বছরে বয়সেই ধারাবাহিকে তিনি বাজিমাত করেছেন, তা বলাই বাহুল্য। ধারাবাহিকে অপর আরেকটি ইউএসপি শার্লি মোদক (Sharly Modak)। রোহিতের চরিত্রে অভিষেক বোসের (Abhishek Bose) অভিনয়ও দুর্দান্ত। এছাড়াও রয়েছে অন্যদের অনবদ্য অভিনয়। গোটা টিমের কাজ ও গল্পের জোরেই তারা অন্য মেগা গুলিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে।
মহা সমারোহে কেক কাটা (Phulki)
শুটিং মানেই তো একটা ১৪ ঘণ্টার কাজ (Phulki)। তার মাঝেই ৭০০ পর্বের সেলিব্রেশন করতে কিন্তু সিরিয়ালের কলাকুশলীরা ভোলেননি। এই দিন বিশেষ ৭০০ পর্ব লেখা, বড় কেক আনা হয়েছিল। তারা সমারোহের সাথে কেক কেটে উদযাপন করেছেন। সেই দৃশ্য ধরা পড়েছে ট্রাইব টিভির ক্যামেরায়।

চলছে একে অপরকে টেক্কা দেওয়া
প্রতিটি ধারাবাহিক একে অপরের সাথে জোর টক্কর দিয়ে চলেছে। সমস্ত ধারাবাহিকই চেষ্টা করছে প্রতিটি বিশেষ পর্বের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেওয়ার। সেখানে ফুলকি প্রথম থেকেই এগিয়ে রয়েছে। তার প্রতিটি পর্বই যেন বিশেষ কিছু দিয়ে সাজানো। টিআরপির দিক থেকেও ফুলকি পিছিয়ে পড়েনি কখনই। তাছাড়া রয়েছে ফুলকি রোহিতের অভিনয় এবং তাঁদের কেমিস্ট্রি দেখতে যেন দর্শকরা উদগ্রীব হয়ে থাকেন। যার কারণেই হয়ত ৭০০ পর্বে এগিয়ে গেল এই ধারাবাহিক।
আরও পড়ুন: Tumpa Ghosh: জিতু-দিতিপ্রিয়ার জীবনে ঝড় তুলবেন টুম্পা! কী হতে চলেছে আগামীতে?
ইচ্ছা হাজার পর্ব এগিয়ে যাওয়া
সেলিব্রেশনের দিন দেখা গেল পর্দার রোহিত ফুলকির সাথে টিমের অন্যান্য সদস্যরা একসাথে কেক কাটছেন। একে অপরকে কেক খাইয়েও বেশ আনন্দ করেই কাটাল দিনটা। টিমের ইচ্ছা, ধারাবাহিকটি যেন হাজার পর্ব এগিয়ে যেতে পারে। অনুরাগীরাও খুব খুশি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে। আর হবেন নাই বা কেন? পর্দায় যাদেরকে অভিনয় করতে দেখেন, তাদের সত্যিকারের জার্নিটা যখন সামনে আসে তখন এক আলাদা অনুভূতি। পর্দায় যেমন রূপে দেখে থাকে, বাস্তবে তাদের লুকটা দেখতে দর্শকরা খুবই পছন্দ করেন। তাছাড়া দর্শকরাও চান, তাদের প্রিয় ধারাবাহিকের জুটি এগিয়ে যাক।
আরও পড়ুন: Sidhu Interview: সৌজন্য হারাচ্ছে টলিউড! সিনেমায় গান গেয়েও প্রিমিয়ারে কেন ব্রাত্য সিধু?
উপস্থিত ছিলেন না শার্লি!
প্রসঙ্গত, ফুলকি থেকে ফুলকির নায়ক রোহিত স্যারের বাস্তব জীবনের বড় প্রাপ্তি শার্লি মোদক (Sharly Modak)। অর্থাৎ অভিষেক (Abhishek Bose) এই ধারাবাহিক থেকে তাঁর অর্ধাঙ্গিনী অর্থাৎ জীবনসঙ্গিনীকে পেয়েছেন। কিন্তু ৭০০ পর্ব উদযাপনে শার্লি উপস্থিত ছিলেন না। তাই এই উদযাপনের সময় অভিষেক শার্লিকে মিস করছিলেন । কেন উপস্থিত ছিলেন না শার্লি? আসলে ওই সময় অভিনেত্রী শপিংয়ে গিয়েছিলেন। তাই তিনি উপস্থিত থাকতে পারেননি।