ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিমানে উঠলেই (Pilots) একটা মিষ্টি, সুগন্ধি গন্ধ নাকে আসে। মনটা হালকা হয়ে যায়। যারা নিয়মিত যাতায়াত করেন, তাদের কাছে বিষয়টি হয়তো খুব সাধারণ। কিন্তু জানেন কি, সেই বিমানে থাকা পাইলট বা কেবিন ক্রুদের শরীর থেকে আপনি কখনোই কোনো পারফিউম বা ডিওডোরেন্টের গন্ধ পাবেন না? কারণ, তাঁরা এগুলো ব্যবহারই করতে পারেন না।
নিষেধাজ্ঞার ভার অনেক বড় (Pilots)
আমরা অনেকেই ভাবি পাইলটদের জীবন স্বপ্নের মতো (Pilots), আকাশে ওড়ার রোমাঞ্চ, মোটা বেতন, দুনিয়া ঘোরা। কিন্তু বাস্তবটা অনেক কঠিন ও নিয়ন্ত্রিত। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন একেকটি নিয়মের বেড়াজাল। এই পেশায় গ্ল্যামার থাকলেও, প্রতিদিনের দায়িত্ববোধ, চাপ আর নিষেধাজ্ঞার ভার অনেক বড়।
স্নায়ুর উপর প্রভাব (Pilots)
সিভিল অ্যাভিয়েশন নিয়ম অনুযায়ী, পাইলট ও বিমানে দায়িত্বরত (Pilots) অন্য কর্মীরা বেশ কিছু সাধারণ ব্যবহার্য জিনিস ব্যবহার করতে পারেন না। এর মধ্যে রয়েছে পারফিউম, ডিওডোরেন্ট, স্যানিটাইজার, মাউথওয়াশ, এমনকি কিছু ওষুধও। এর পেছনে মূল কারণ একটাই মনোযোগ। বিমানের পাইলটের মনসংযোগ যতটা নিখুঁত ও স্থির থাকবে, যাত্রীদের নিরাপত্তা ততটাই নিশ্চিত। আর কোনো সুগন্ধ বা রাসায়নিক গন্ধ, তা যত সুন্দরই হোক না কেন, সেই মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। বিশেষ করে অ্যারোমেটিক পারফিউম বা ওষুধে থাকা নির্দিষ্ট উপাদান কখনো কখনো ঘোর তৈরি করতে পারে বা স্নায়ুর উপর প্রভাব ফেলতে পারে।
এসব সামগ্রী নিষিদ্ধ
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি ফ্লাইটের আগে পাইলট ও অন্যান্য ক্রুদের ব্রিথ অ্যানালাইজার টেস্টের মুখোমুখি হতে হয়। এতে যদি সামান্য পরিমাণেও অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে, তাহলে ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয় না। এমনকি হতে পারে স্থায়ীভাবে সাসপেনশন বা বড় অঙ্কের জরিমানাও। অনেক স্যানিটাইজার বা মাউথওয়াশে থাকা অ্যালকোহলের কারণে টেস্টে ভুল ইঙ্গিত দেখা দিতে পারে, ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে এসব সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: Pulao Recipe: পাঁচ রকমের পোলাও রেসিপি, স্বাদে গন্ধে ভরবে মন!
কঠিন, নিয়ন্ত্রিত ও গভীর দায়িত্ব
এই কারণেই বিমানের ক্রুদের শরীরে আপনি কোনো পারফিউমের গন্ধ পাবেন না। তাঁরা হয়তো এক টুকরো চকলেট খাওয়ারও সময় পান না, কারণ সেখানেও থাকতে পারে এমন উপাদান যা টেস্টে প্রভাব ফেলবে। অতএব, আকাশে উড়তে উড়তে যখন আপনি ঘুমিয়ে পড়েন, তখন যাঁরা আপনাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন, তাঁদের এই নীরব ত্যাগগুলো হয়তো অদৃশ্য, কিন্তু অমূল্য। পাইলটদের পেশা শুধু গ্ল্যামার নয়, এক কঠিন, নিয়ন্ত্রিত ও গভীর দায়িত্বের নাম।