ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হঠাৎ করেই কেন কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জি (Pinky Banerjee) ইনস্টাগ্রামে (Instagram) একটা ধোঁয়াশা মূলক পোস্ট করলেন? কেনই বা লিখলেন, সামনে একটা বড় চ্যালেঞ্জ (Challenge)? কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর প্রেম, বিয়ে। তার আগে পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ (Divorce)। বিষয়গুলো কম সমালোচনামূলক বা বিতর্কিত ছিল না। সেই অধ্যায় যদিও পেরিয়ে এসেছেন পিঙ্কি । পিঙ্কি এখন নিজের ছেলেকে নিয়ে নিজের মতো জীবন কাটাচ্ছেন ।
শ্রীময়ীর ঘরে এল কন্যা (Pinky Banerjee)
কিন্তু যখনই কাঞ্চনের দ্বিতীয় সন্তান আসল, অর্থ্যাৎ শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) ঘর আলো করে ফুটফুটে মেয়ে এলো। তখনই পিঙ্কি (Pinky Banerjee) বলছেন সামনে এক বড় চ্যালেঞ্জ। কোন চ্যালেঞ্জের কথা বলতে চাইলেন তিনি? কিংবা দর্শকদের সামনে কোন চ্যালেঞ্জের কথা বোঝাতে চাইছেন? এখানে অনেক অর্থ বার করছেন দর্শকরা। লিখছেন কমেন্ট বক্সে।
আরও পড়ুন: Vijay Deverakonda: সিঁড়ি থেকে গড়িয়ে পড়লেন বিজয়, দক্ষিণী স্টারের এ কী হাল?
তৃতীয় বিয়ে কাঞ্চনের (Pinky Banerjee)
চলতি বছরে বেশ ধুমধাম করে তৃতীয় বিয়ে সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আট মাসের মাথায় তাদের ঘর আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। মেয়ে হওয়ার পর কাঞ্চন বলেন, “আই অ্যাম ভেরি সরি, বুঝতেই পারছেন। বাঙালি পরিবার, অনেক কিছু নিয়ম মানতে হয়। সেই কারণেই এই খুশির খবরটা কাউকে জানাতে চাইনি এতদিন। আজ শ্রীময়ীর কিছু অসুবিধা দেখা দেয় আচমকাই। চিকিৎসক জানান, আজই সিজার করতে হবে। আর দেরি করিনি। মেয়ে হয়েছে আমাদের। আমরা মেয়েই চেয়েছিলাম। কালীপুজোর সময় ঘরে কন্যা এল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।”
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কী বললেন প্রাক্তন স্ত্রী?
তিনি আরও জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। তাঁরা দুই থেকে তিন হলেন। খুশি যেন আর ধরছে না তাদের সংসারে। সেই খবর পাওয়ার পর অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী বলেছিলেন, “অনেক শুভেচ্ছা মা এবং সন্তান যেন দুজনেই ভালো থাকেন”।
এক সপ্তাহ হাসপাতালে
অবশ্য প্রায় এক সপ্তাহ ধরে মা-মেয়ে দুজনই হাসপাতালে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সদ্য একরত্তির ছবিও শেয়ার করেছেন শ্রীময়ী। হাসপাতাল থেকে নিজেদের ছোট ছোট খবর শেয়ার করে নিচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী। কাঞ্চন শ্রীময়ীর এখন সুখের মুহূর্ত।
আরও পড়ুন: Aryan Khan: শাহরুখের ব্যবসায়িক বুদ্ধি তুখোর! শিক্ষা নিচ্ছে ছেলে আরিয়ান
কেমন আছেন পিঙ্কি?
এই মুহূর্তে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি কীভাবে সময় কাটাচ্ছেন? তার হদিস মিলল সোশ্যাল মিডিয়াতেই। সোশ্যাল মিডিয়াতে স্ত্রী পিঙ্কি বেশ অ্যাক্টিভ। কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি ইনস্টাগ্রামে আবারও এক পোস্ট করেন। যা দর্শকদের মনে বেশ আলোড়ন তুলেছে। তিনি লিখেছেন, “আরও একটা চ্যালেঞ্জ”। এমন একটা পোস্ট দেখে দর্শকদের মনে উঠে আসে প্রশ্ন। কাঞ্চনের মেয়ে হওয়ার পরেই কী উপলব্ধি করলেন তিনি? এরকম হাজারো প্রশ্নের উত্তরের অপেক্ষায় দর্শকরা। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য তিনি প্রকাশ্যে আনেননি।