Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মে মাসে সূর্য গোচর করবে বৃষ রাশিতে (Planet Transit)। আবার বুধ এই মাসে মেষ রাশিতে প্রবেশ করবে। তবে মে মাসে সবচেয়ে উল্লেখযোগ্য গোচর হবে যে তিন গ্রহের, সেগুলি হল বৃহস্পতি, রাহু ও কেতু। আগামী ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি। এরপর ২৯ মে কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতুর প্রবেশ করবে। এই সব গোচরের প্রভাবে নানা ক্ষতির মুখে পড়তে চলেছে পাঁচ রাশি। জেনে নিন এই মাসে বিপদ ঘনিয়ে আসছে কাদের জীবনে।
মীন রাশি (Planet Transit)
মে মাসে সতর্ক হয়ে পদক্ষেপ করুন মীন রাশির জাতকরা (Planet Transit)। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। না হলে বড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।

সিংহ রাশি (Planet Transit)
মে মাসে সব দিক থেকে সাবধান থাকা জরুরি সিংহ রাশির জাতকদের (Planet Transit)। কর্মক্ষেত্রে বিরোধীনা নানা ভাবে আপনাকে সমস্যায় ফেলবে। এই সময় অনেকের সঙ্গে কলহে জড়িয়ে পড়তে পারেন।

ধনু রাশি
মে মাসে রাহু, কেতু ও বৃহস্পতির গোচরের প্রভাবে নানা সমস্যা আসবে ধনু রাশির জাতকদের জীবনে। বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন আপনি। তবে পাশাপাশি কেরিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: Weekly Horoscope: সপ্তাহের শুরুতেই গঠিত হবে গজকেশরী রাজযোগ, লাভ কাদের?
মেষ রাশি
মে মাসে নিজের অর্থ ও সময়, দুইই সাবধানে খরচ করতে হবে মেষ রাশির জাতকদের। টাকা ও সময়ের অপচয় করলে বড় সমস্যায় জড়াতে পারেন। নিজের কথায় নিয়ন্ত্রণ রাখুন। অন্য়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

বৃশ্চিক রাশি
আর্থিক লেনদেনের ক্ষেত্রে মে মাসে সতর্ক থাকুন বৃশ্চিক রাশির জাতকরা। আর্থিক সমস্যার কারণে ঋণ নিতে হতে পারে আপনাকে। এমন পরিস্থিতির উদ্ভব হতে পারে, যার কারণে আপনার ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
