ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাঙ্গালীদের এই এক স্বভাব। কোনো উৎসব (Holi 2025) আসার আগেই শুরু হয়ে যায় তার প্রস্তুতি। সে পুজো হোক বা দোল। দোল পূর্ণিমা শুরুর আগেই রং খেলা শুরু করে দিয়েছেন অনেকেই। কলেজ-পাড়ার মোড়ে বসন্ত উৎসব শুরু হয়ে গিয়েছে। আবির মাখা মুখ নিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন। দোল না আসা পর্যন্ত এমন দৃশ্য প্রায়শই রাস্তাঘাটে দেখা যাবে। অনেকে বলেন বসন্তে রং খেলা ত্বকের জন্য নাকি খুব ভালো। তবে ত্বকে রং লাগানোর আগে মেনে চলুন কিছু বিষয়। তাতে ক্ষতিকারক রং ত্বকে লাগলেও ক্ষতি কম হতে পারে। আজকাল বাজারে হার্বাল রংও পাওয়া যায়। যে রংই ব্যবহার করুন না কেন, ত্বকের উপর চাপ পড়বেই। তাই দোলে রং খেলার আগে ত্বকের যত্ন নিতেই হবে। জানুন কীভাবে নেবেন যত্ন।
নারকেল তেল মেখে নিন (Holi 2025)
যে দিন রং (Holi 2025) খেলার পরিকল্পনা রয়েছে, ত্বকে ভালো করে নারকেল তেল মেখে নিন। নারকেল তেল আপনার ত্বককে ক্ষতিকারক রাসায়নিকের হাত থেকে রক্ষা করবে। রং খেলার পরও নারকেল তেল মাখুন। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বকের ক্ষয় প্রতিরোধে এই তেল দুর্দান্ত কাজ করে।
ত্বক এক্সফোলিয়েট করবেন না (Holi 2025)
রং (Holi 2025) খেলার আগে ত্বক এক্সফোলিয়েট করবেন না। রং খেলার ৪৮-৭২ ঘণ্টা আগেও ত্বকে স্ক্রাব ব্যবহার করা চলবে না। এক্সফোলিয়েশনের পর রং খেললে ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে। এতে ত্বকে র্যাশ, ফুস্কুড়ি, জ্বালা ভাব বাড়তে পারে।
৩-৪ লিটার জল পান করুন
হাতে এখনও তিন দিন সময় আছে। এই ক’দিন অন্তত ৩-৪ লিটার জল পান করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। বসন্তকাল চলছে। কখনও চামড়ায় টান ধরছে, আবার কখনও ত্বকে তৈলাক্ত ভাব বাড়ছে। এই মরশুমে রং না খেললেও ত্বককে ভালো রাখার জন্য জল খেতেই হবে।
আরও পড়ুন: Holi 2025: দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ও সূর্যের গোচর, কেমন প্রভাব পড়বে কাদের উপর?
সানস্ক্রিন মাখুন
নারকেল তেলের পাশাপাশি সানস্ক্রিন মাখুন। সকালে রং খেলার প্ল্যান রয়েছে যখন সানস্ক্রিন মাখতেই হবে। ইউভি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচায় সানস্ক্রিন। পাশাপাশি ত্বকের ক্ষয় প্রতিরোধ করে।
মসচুরাইজার ক্রিম ব্যবহার করুন
রং খেলার পর সেই রং তুলতে ত্বকের উপর অনেক ঘষতে হয় আমাদের। যার ফলে আমাদের মারাত্মক ক্ষতি হয় ত্বকে। তাই রং তোলার পর সবসময় মুখ ক্রিম লাগিয়ে রাখুন বারবার যা বলে হাইড্রেটেড রাখুন। এ ক্ষেত্রে ভালো মসচুরাইজার ক্রিম ব্যবহার করুন অবশ্যই।