Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একমাস বন্ধ রাখা হয়েছে অস্ট্রেলিয়া স্পোর্টস গ্রাউন্ড। নেপথ্যে এক পাখি। মাঠের মাঝখানে ডিম পেড়েছে সেই পাখি (Plover bird)। আর তাই পুরো মাঠটাই এক মাসের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পাখির কারণে খেলা বন্ধের সিদ্ধান্ত (Plover bird)
মাঠে বরাবরই আগ্রাসন নিয়ে নামতে দেখা গেছে অস্ট্রেলিয়া দলকে। বিপক্ষের চোখে চোখ রেখে জবাব দিতেই তারা অভ্যস্ত। হারার আগে হার না মানা দলের নাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়া যেন কার্যত কঠিন হয়ে দাঁড়ায় যেকোনো দলের কাছে। ক্রিকেট হোক বা অন্য খেলা, আগ্রাসন যেন তাদের রক্তে। কিন্তু সেই অস্ট্রেলিয়ায় এবার ঘটলো এমন এক ঘটনা যা দেখে মুগ্ধ হয়েছে নেটিজেন থেকে ক্রীড়াবিশ্বের সকলে।
ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে একমাসের জন্য খেলা নিষিদ্ধ করা হলো। তার কারণ শুনলে অবাক হবেন। এই খেলা বন্ধের পিছনে রয়েছে একটা পাখি। মাঠের মাঝখানে ডিম পারার কারণে খেলা বন্ধ রাখা হয়েছে। অবাক করা এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। পাখিটি সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি আর সেই কারণেই খেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ (Plover bird)।
গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে প্লেয়াররা জানতে পারেন মাঠের একদম মাঝখানে ডিম দিয়েছে এক প্লোভার পাখি। এর কারণ বশত তাদের ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে পাশের আরেকটি মাঠে (Plover bird)।
প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে বিশেষ ভাবে পরিচিত। এই সময় তারা ডানা ঝাপটিয়ে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে তাদের তৈরি বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। রক্ষণশীল হওয়ার কারণেই এমন আচরণ বলে মনে করা হয়।
আরও পড়ুন : Afghanistan Earthquake: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৬১০, এখনও চলছে উদ্ধারকার্য!
স্থানীয় কাউন্সিল ইয়াহু নিউজ অস্ট্রেলিয়াকে জানায়, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল মাঠে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে। যে কারণে স্থানীয় বন্য প্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে (Plover bird)।

জানা গেছে, পাখি সংক্রান্ত কারণে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ রাখা হতে পারে। এ বিষয়ে কাউন্সিল জানিয়েছে ‘আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে। ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে।’ এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ক্রীড়াবিশ্ব এবং এই সিদ্ধান্তের জন্য ফুটবল দলগুলির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল (Plover bird)।