Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আর শুধু নীরব দর্শক হয়ে থাকেনি ভারত। পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তানের বুক কাঁপিয়ে দিয়েছে দেশের তিন বাহিনী। আর সেই প্রতিক্রিয়ার বাস্তব চিত্র—অপারেশন সিঁদুর—আজ জাতির সামনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। কীভাবে মিলিটারি, নেভি ও এয়ারফোর্স একযোগে হামলা চালিয়ে পাকিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করল, পহেলগাঁও হামলার ঠিক একমাস পর পাক সীমান্ত লাগোয়া রাজ্য রাজস্থানে দাঁড়িয়ে আজ তা-ই খোলসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজস্থানের বিকানেরে থেকে নতুন বার্তা (PM Modi)
বালাকোট এয়ারস্ট্রাইকের (Balakot Airstrike) পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) প্রথম প্রকাশ্যে জনসভা করেন রাজস্থানের বিকানেরে। পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর পর আবার সেই বিকানোর মাটিতেই দাঁড়িয়ে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। একেবারে প্রথম বক্তব্যেই মোদি জানিয়ে দেন, “২২ এপ্রিল ধর্ম বেছে বেছে মানুষ খুন করেছিল। আমরা ২২ মিনিটে তার বদলা নিয়েছি। আবার যদি হামলা হয়, আবার প্রত্যাঘাত হবে—এবং এবার হবে আমাদের শর্তে।”
আরও পড়ুন: PM Modi: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি!
‘সিঁদুর যখন বারুদ হয়, ফল দেখেছে দেশ’: মোদির তীব্র বার্তা (PM Modi)
মোদি তাঁর বক্তব্যে বলেন, “পাকিস্তানে ঢুকে নয়, এবার পাকিস্তানের বুকে ঢুকে আমরা মারলাম। যারা সিঁদুর মুছেছে, তাদেরকেই মুছে দিয়েছি। রহিম ইয়ার খান এয়ারবেস এখনও আইসিইউ-তে আছে।” এই বক্তব্যে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, ভারত এখন আর শুধু প্রতিক্রিয়া দেয় না, প্রয়োজনে আগেভাগে ব্যবস্থা নিতে পিছপা হবে না।

অপারেশন সিঁদুর: মোদির নেতৃত্বে কৌশলগত মনোভাব (PM Modi)
এই গোপন অপারেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদি দিল্লিতে থেকেই নিয়মিত যোগাযোগ রেখেছিলেন প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, তিন বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এই সমন্বয়ের ফলেই মাত্র ২২ মিনিটে শত্রু পক্ষকে জবাব দেওয়া সম্ভব হয়েছে।
আরও পড়ুন: PM Modi: যুদ্ধবিরতির পরেই সীমান্তবর্তী রাজ্যে প্রধানমন্ত্রী! বাংলার প্রথম অমৃত ভারত স্টেশন
‘এটা আক্রোশ নয়, ন্যায়ের রূপ’: মোদির বার্তা বিশ্বকে (PM Modi)
প্রধানমন্ত্রী বলেন, “আমার মাথা ঠান্ডা থাকে, কিন্তু রক্ত গরম থাকে। এখন আমার শরীরে গরম সিঁদুর বইছে।” তিনি আরও বলেন, “পাকিস্তানের পরমাণু হুমকিতে ভারত ভয় পায় না। ট্রেন বন্ধ, জল বন্ধ, কোনও আলোচনাই হবে না। এবার গোটা বিশ্বকে দেখাতে হবে, কে স্টেট অ্যাক্টর আর কে নয়।”