ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশী এখন আর শুধু আধ্যাত্মিক শহর নয়, হয়ে উঠছে পূর্ব ভারতের অর্থনৈতিক ও উন্নয়নের কেন্দ্র—এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi at Varanasi)। শুক্রবার বারাণসীতে একাধিক পরিকাঠামোগত ও সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর পাশাপাশি, ভোজপুরি ভাষায় বক্তব্য রেখে স্থানীয় জনতার হৃদয়ও জয় করেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, “গত ১০ বছরে কাশীর উন্নয়ন দ্রুত গতিতে হয়েছে। আজ কাশী শুধু একটি প্রাচীন শহর নয়, এটি একটি প্রগতিশীল শহর। কাশী এখন পূর্বাঞ্চলের অর্থনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে (PM Modi at Varanasi)।” তিনি আরও জানান, বারাণসীর প্রতিটি পরিবার, যুবক-যুবতী এবং গ্রামের উন্নয়নের জন্য নতুন পরিকাঠামো, ‘নল সে জল’ প্রকল্প, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রের প্রসার আজ বাস্তবায়িত হচ্ছে।
ভারতের ‘স্বাস্থ্য রাজধানী’ কাশী! (PM Modi at Varanasi)
প্রধানমন্ত্রী বলেন, “যেখানে সুবিধা মানুষের কাছে পৌঁছায়, সেখানেই প্রকৃত উন্নয়ন। আগে চিকিৎসার জন্য পূর্ব ভারতের মানুষকে দিল্লি বা মুম্বই যেতে হত। আজ, সেই পরিষেবা কাশীতেই রয়েছে।” তাঁর দাবি, আজ কাশী হয়ে উঠছে ভারতের ‘স্বাস্থ্য রাজধানী’। বড় বড় হাসপাতাল এখন এই অঞ্চলের মানুষের নাগালেই।

উন্নয়ন ছাড়াও মোদি কাশীর সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও উল্লেখ করেন। “কাশীতে গঙ্গার প্রবাহ যেমন আছে, তেমনই আছে ভারতের চেতনার প্রবাহ (PM Modi at Varanasi)। ঐতিহ্য ও আধুনিকতার মিলনক্ষেত্র হয়ে উঠেছে কাশী।” হনুমান জয়ন্তীর আগের দিন বারাণসীর সংকটমোচন মন্দিরের প্রসঙ্গ টেনে মোদি বলেন, “আজ আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি ধন্য।”
আরও পড়ুন: Father Killed Daughter: অন্য জাতের যুবকের সঙ্গে পালিয়েছিল মেয়ে, ফিরিয়ে এনে খুন করলেন বাবা
তিনি আরও বলেন, “আমরা তৃতীয়বার ক্ষমতায় আসার পর যে গ্যারান্টি দিয়েছিলাম, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছি। আয়ুষ্মান বন্দনা যোজনা তার একটি উদাহরণ। এটি শুধু স্বাস্থ্যসেবা নয়, প্রবীণদের সম্মানের প্রতীক।”