Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকা ও ভারতের কূটনৈতিক সম্পর্কের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে(PM Modi Avoid Trump Calls)। জার্মানির এক শীর্ষ সংবাদপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বা শুল্ক নিয়ে আলোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্তত চারবার ফোন করেছিলেন। কিন্তু মোদী একবারও ফোন ধরেননি। এই ঘটনাকে কেন্দ্র করে দুই নেতার সম্পর্কের উষ্ণতা অনেকটাই শীতল হয়েছে বলে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
ট্রাম্পের মন্তব্যে অসন্তুষ্ট ভারত (PM Modi Avoid Trump Calls)
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্যনীতি এবং ভারতকে ‘ডেড ইকোনমি’ বলে কটাক্ষ করা মোদির ক্ষোভের অন্যতম কারণ(PM Modi Avoid Trump Calls)। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক বোঝাপড়া যে স্তরে গড়ে উঠেছিল, তা হঠাৎ করেই ভেঙে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাণিজ্য আলোচনার পথে বাধা (PM Modi Avoid Trump Calls)
ট্রাম্পের আচরণে বিরক্ত হয়ে ভারত সম্প্রতি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে নির্ধারিত বাণিজ্য বৈঠক বাতিল করেছে(PM Modi Avoid Trump Calls)। এমনকি আমেরিকার প্রতিনিধি দলকে নয়াদিল্লি সফরে আসতেও বাধা দেওয়া হয়েছে। এই পদক্ষেপকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
পুরনো ক্ষতের পুনরাবৃত্তি (PM Modi Avoid Trump Calls)
জার্মান দৈনিকটির দাবি, ট্রাম্পের বর্তমান মনোভাব মোদীর(Narendra Modi) কাছে এক দশক আগের এক বিব্রতকর ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়েছে(PM Modi Avoid Trump Calls)। যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুজরাট সফরে এসেছিলেন, সেই সময়েই হিমালয়ের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল চীনা সেনারা। তখনও ভারত কূটনৈতিকভাবে চাপে পড়েছিল। এবার ট্রাম্পের বাণিজ্যিক চাপ সেরকমই এক অপমানজনক পরিস্থিতি তৈরি করছে বলে মনে করছেন মোদী।

আরও পড়ুন : Landslide In Vaishno Devi : বৈষ্ণোদেবীর পথে ধস, মৃত পাঁচ পুণ্যার্থী
ট্রাম্পের কৌশল (PM Modi Avoid Trump Calls)
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রায়শই প্রথমে কোনও দেশকে বাণিজ্য ঘাটতির জন্য কঠোরভাবে আক্রমণ করেন, এরপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন(PM Modi Avoid Trump Calls)। পরে সামান্য ছাড় দিয়ে নিজেকে বিজয়ী প্রমাণ করার চেষ্টা করেন। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো ও চীনের সঙ্গেও এই রকম নীতি গ্রহণ করেছিলেন তিনি। তবে ভারতের ক্ষেত্রে মোদী কোনও অবস্থাতেই নতিস্বীকার করতে রাজি নন।
আরও পড়ুন : Israel Gaza Conflict :গাজায় চার সাংবাদিকের মৃত্যুতে দুঃখপ্রকাশ নেতানিয়াহুর
আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বৃহৎ গণতন্ত্র ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক নষ্ট হলে তার প্রভাব পড়বে বাণিজ্য থেকে শুরু করে কৌশলগত জোট পর্যন্ত। চিনের ক্রমবর্ধমান প্রভাবের সময়ে এই টানাপড়েন ও অসন্তোষ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।