ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুজরাটের আহমেদাবাদে ২৪০ জনকে নিয়ে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান(PM Modi)। এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তিনি।আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোকপ্রকাশ (PM Modi)
আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আহমেদাবাদের ঘটনায় আমি বিধ্বস্ত, অত্যন্ত ব্যথিত। আমি মন্ত্রী এবং সমস্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন।’ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিদেশমন্ত্রী এস জয়শংকরও শোকপ্রকাশ করেছেন মর্মান্তিক ঘটনায়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও শোক প্রকাশ করেছেন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায়। দলীয় কর্মীদেরও উদ্ধারকাজে শামিল হতে বলেছেন তিনি।

শোকাহত বাংলার মুখ্যমন্ত্রী (PM Modi)
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা জেনে অত্যন্ত হতবাক ও শোকাহত(PM Modi)। আমাদের সবার কাছে অত্যন্ত দুঃখের খবর। সকলের জন্য প্রার্থনা করছি। লন্ডনগামী বিমানটি দুর্ঘটনায় পড়ে। আমরা যথাযথ সংখ্যাটি জানি না, তবে মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে ২৪২ জন যাত্রী ছিলেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’ অন্যদিকে, আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া বিমানে ছিলেন ব্রিটেনের নাগরিকও। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। গোটা ঘটনার দিকে নজর রাখছেন বলে জানান তিনি।
আরও পড়ুন-Women’s Reservation Act: ২০২৯-এ কার্যকর হতে পারে মহিলা সংরক্ষণ আইন
আহমেদাবাদে প্রধানমন্ত্রী (PM Modi)
দুর্ঘটনার খবর পেয়েই আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। সূত্রের খবর, বিমান সম্পর্কিত বিশেষজ্ঞ টিমও গিয়েছে আহমেদাবাদে। আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে।ভয়াবহ দুর্ঘটনার পরে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন।অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, ডিজিসিএ, মন্ত্রকের সচিব, আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁর কথায়, ‘দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। উদ্ধারকাজ চলছে। যত বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যায়, সেটাই দেখা হচ্ছে।’

আরও পড়ুন-Air India: উড়তে উড়তে লোকালয়ের ভেঙে পড়ল বিমান, বিস্ফোরণ! প্রকাশ্যে দুর্ঘটনার মুহূর্ত
দুর্ঘটনাগ্রস্ত বিমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী (PM Modi)
এদিন দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি(PM Modi)। প্যাসেঞ্জার তালিকায় ১২ নম্বরে তাঁর নাম ছিল। অন্যদিকে ডিজিসিএর তরফ থেকে জানানো হয়েছে, ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সভরওয়ালের। কো পাইলট তথা ফার্স্ট ক্যাপ্টেন ক্লাইভ কুন্দরও ১১০০ ঘণ্টা বিমান চালনা করেছেন। লন্ডনগামী বিমান দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে ব্রিটিশ সরকার। তাদের তরফে জানানো হয়েছে, ভারতীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে তারা। ব্রিটিশ নাগরিকদের জন্য বিশেষ হেল্পলাইনও চালু করা হয়েছে সরকারের তরফে।
