Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাপান সফর ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ভারত-জাপান সম্পর্ক(PM Modi Japan Visit)। দুই দিনের সরকারি সফরে টোকিওতে পৌঁছে শুক্রবার তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে শীর্ষ বৈঠক করেন। উদ্দেশ্য, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করা এবং প্রতিরক্ষা থেকে প্রযুক্তি, বাণিজ্য থেকে অবকাঠামো উন্নয়ন— সর্বত্র সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।
শিনকানসেন বুলেট ট্রেন প্রকল্পে অগ্রগতি (PM Modi Japan Visit)
সফরের অন্যতম আকর্ষণ জাপানের অত্যাধুনিক রেল প্রযুক্তি(PM Modi Japan Visit)। প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) চারটি গুরুত্বপূর্ণ শিল্প কারখানা ঘুরে দেখবেন, যার মধ্যে রয়েছে E10 শিনকানসেন বুলেট ট্রেন প্রোটোটাইপ নির্মাণ কেন্দ্র। ভারত ভবিষ্যতে এই ট্রেন প্রযুক্তি গ্রহণে আগ্রহী। বিশেষজ্ঞদের মতে, শিনকানসেন ট্রেন ভারতে এলে যাত্রী পরিবহনে বিপ্লব ঘটবে এবং দেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা আরও জোরদার হবে।
প্রতিরক্ষা ও বাণিজ্যে চুক্তি (PM Modi Japan Visit)
দুই দেশের মধ্যে বৈঠকে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও ব্যবসায়িক খাতে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হচ্ছে(PM Modi Japan Visit)। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রযুক্তি খাতে যৌথ গবেষণা ও উদ্ভাবনও চুক্তির অন্যতম অঙ্গ।
“জাপানের প্রযুক্তি, ভারতের প্রতিভা” (PM Modi Japan Visit)
টোকিওতে অনুষ্ঠিত ইন্ডিয়া-জাপান বিজনেস ফোরামে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “জাপানের প্রযুক্তি আর ভারতের প্রতিভা একত্রিত হলে ২১ শতকের প্রযুক্তি বিপ্লবের নেতৃত্ব দিতে পারবে এই দুই দেশ।” তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারত প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বনেতৃত্ব অর্জনে জাপানের সঙ্গে হাত মেলাতে বদ্ধপরিকর।

আরও পড়ুন : Bangladesh Land Port : বাংলাদেশ বন্ধ করল তিন স্থলবন্দর! কেন এই সিদ্ধান্ত ?
ভূরাজনৈতিক প্রেক্ষাপট (PM Modi Japan Visit)
মোদীর এই সফর ঘটছে এক সংবেদনশীল সময়ে। ভারত-আমেরিকা সম্পর্ক বর্তমানে বাণিজ্য নীতি ও শুল্ক নিয়ে টানাপোড়েনে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষাবাদী নীতির কারণে দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে অচলাবস্থা তৈরি হলেও জাপানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা দিল্লির কূটনৈতিক ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, জাপান সফর ভারতের জন্য এশিয়া-কেন্দ্রিক কৌশলগত জোটকে আরও শক্তিশালী করবে।
দ্বিতীয় পর্বে SCO সম্মেলন (PM Modi Japan Visit)
জাপান সফরের পর মোদী যাবেন চীনের তিয়ানজিন শহরে(PM Modi Japan Visit)। সেখানে তিনি আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়ে বিস্তৃত আলোচনা হবে। ভারত এই মঞ্চে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজবে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : US Pakistan Relations : বালোচিস্তানে তামা খনির উন্নয়নে ১০ কোটি ডলার মার্কিন ঋণ চাইলো পাকিস্তান
প্রধানমন্ত্রী মোদীর এই জাপান সফর নিছক দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং ভারতের কৌশলগত কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিনকানসেন বুলেট ট্রেন থেকে প্রতিরক্ষা সহযোগিতা— সব ক্ষেত্রেই টোকিও-দিল্লি সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছানোর পথে। একই সঙ্গে SCO সম্মেলনে অংশগ্রহণ ভারতের বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে।