Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল(PM Modi)। ‘অপারেশন সিঁদুর’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে বিশ্বের দরবারে ঘুরছে সাতটি প্রতিনিধিদল। সবগুলি প্রতিনিধিদল ভারতে ফেরার পরে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী মোদী। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, আগামী ৯ বা ১০ জুন বৈঠক হতে পারে।
সংসদীয় প্রতিনিধিদল (PM Modi)
শাসক এবং বিরোধী শিবিরের সাংসদদের নিয়ে তৈরি ওই প্রতিনিধিদল মোট ৩৩টি দেশে ঘুরছে(PM Modi)। সাতটি প্রতিনিধিদলে মোট ৫৯ জন সদস্য রয়েছে। তাঁদের মধ্যে ৩১ জন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরের সাংসদ। বাকি ২০ জন বিরোধী শিবিরের সাংসদ। এছাড়াও কয়েকজন অবসরপ্রাপ্ত কূটনীতিকও রয়েছেন ওই প্রতিনিধিদলগুলিতে।

প্রধানমন্ত্রীর বৈঠক (PM Modi)
সব প্রতিনিধিদল ভারতে ফেরার পরে ৩৩টি দেশের সফরের নির্যাস নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন প্রধানমন্ত্রী মোদী(PM Modi)। বিদেশ সফরে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তার পাশাপাশি পাকিস্তান কী ভাবে সন্ত্রাসবাদে মদত দিয়ে যাচ্ছে, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন ভারতীয় প্রতিনিধিরা। ওই বৈঠকগুলির পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক স্তরে ভারত কতটা সমর্থন পেল, তাও উঠে আসতে পারে মোদীর সঙ্গে প্রতিনিধিদলগুলির আলোচনায়।

আরও পড়ুন- Sudarshan Chakra: আগামী বছরই ভারতে হাতে আরও ৫ সুদর্শন চক্র
দেশে ফিরবে সংসদীয় প্রতিনিধিদল (PM Modi)
বহুদলীয় ওই প্রতিনিধিদলগুলি চলতি সপ্তাহেই একে একে দেশে ফেরে আসার কথা রয়েছে। জেডিইউ সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার ভারতে ফিরতে পারে। এই প্রতিনিধিদলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডাদের প্রতিনিধিদলটিরও মঙ্গলবারই দেশে ফেরার কথা রয়েছে বলে সূত্রের খবর। বাকি ছ’টি দলও চলতি সপ্তাহেই দেশে ফিরে আসতে পারে। বাকি ওই প্রতিনিধিদলগুলির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, ডিএমকে সাংসদ কানিমোঝি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডে।

আরও পড়ুন- Landlord: বৃদ্ধ বাড়িওয়ালার সঙ্গে প্রেম! পুড়িয়ে হত্যার করলেন ভাড়াটিয়াই
মন্ত্রিসভার বৈঠক (PM Modi)
আগামী ৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টে নাগাদ মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। সূত্রের খবর, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রথমবার পূর্ণ মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে বুধবার। পহেলগাঁওয়ে হামলার পরেই অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এরপরেই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সময় বারবার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেও এই প্রথম মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে বসতে চলেছেন মোদী।
